Birbhum News: মল্লারপুরের পুলিশ পেটানো সেই গ্রামে বিজেপির প্রতিনিধি দল
Birbhum: বিজেপি নেতা শ্যামাপদ মণ্ডলের দাবি, পুলিশের ব্যর্থতাতেই এত কিছু। পরিকল্পনার অভাব ছিল সেদিনের অভিযানে বলে দাবি তাঁর। তাই আক্রান্ত হতে হয় পুলিশকেও। বিজেপির দাবি, ঘটনার পর এতদিন হয়ে গেল, অথচ গ্রামের মানুষ আতঙ্কে। ঘরের পুরুষরা ঘর ছেড়েছেন। বিজেপির অভিযোগ, মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা চলছে।
বীরভূম: পুলিশের উপর হামলার অভিযোগ উঠেছিল মল্লারপুরের পাথাই গ্রামে। গত ১৬ মে-র ঘটনায় ১৫ দিন কেটে গেলেও গ্রাম কার্যত পুরুষশূন্য। শুক্রবার সেই গ্রামে গেল রাজ্য বিজেপির একটি প্রতিনিধি দল। বিজেপির রাজ্য সহসভাপতি শ্যামাপদ মণ্ডলের নেতৃত্বে ১০ জনের একটি দল পাথাই গ্রামে যায়। তারা বাড়ি বাড়ি গিয়ে ঘটনার দিনের খোঁজখবরও নেয়। রাজ্য নেতৃত্বকে রিপোর্ট দেবে বলে জানিয়েছে।
বিজেপি নেতা শ্যামাপদ মণ্ডলের দাবি, পুলিশের ব্যর্থতাতেই এত কিছু। পরিকল্পনার অভাব ছিল সেদিনের অভিযানে বলে দাবি তাঁর। তাই আক্রান্ত হতে হয় পুলিশকেও। শ্যামাপদ বলেন, “পুলিশের উপর আক্রমণও কাঙ্খিত নয়। তবে একটা ঘটনার পর গ্রামছাড়া ঘরছাড়া হয়ে কেউ থাকবে সেটাও মানা যায় না। আমরাও পুলিশকে জানাব। বুঝলে ভাল। না হলে আইন আইনের পথে চলবে।” তবে বিজেপির দাবি, ঘটনার পর এতদিন হয়ে গেল, অথচ গ্রামের মানুষ আতঙ্কে। ঘরের পুরুষরা ঘর ছেড়েছেন। বিজেপির অভিযোগ, মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা চলছে।
বীরভূমের মল্লারপুর থানার বাজিতপুর গ্রামপঞ্চায়েতের পাথাই গ্রাম। সেখানে গত ১৬ তারিখ প্রণয়ঘটিত একটি ঝামেলা থামাতে গিয়েছিল মল্লারপুর থানার পুলিশ। সেখানে দুই পরিবারের মধ্যে ঝামেলা চলছিল। অভিযোগ, পুলিশ পরিস্থিতি সামাল দিতে যাওয়ায় দুই পক্ষ মিলে হামলা চালায়। বাঁশ নিয়ে মারা হয় পুলিশ কর্মীদের। তিন পুলিশ আধিকারিক-সহ আটজন পুলিশ কর্মী জখম হন। পুলিশের পাশাপাশি জখম হন আটজন গ্রামবাসীও। এরপরই গ্রামে ধরপাকড় শুরু করে পুলিশ। ঘটনায় যুক্ত সন্দেহে এখনও পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।