WB Panchayat Polls 2023: স্ত্রী প্রার্থী, ভোটের ২ দিন আগে পুকুর পাড়ে উদ্ধার বিজেপি কর্মীর দেহ
WB Panchayat Polls 2023: মৃতের গলায় রয়েছে দাগ। কানের পাশে রক্তের দাগ রয়েছে বলেই দাবি পরিবারের। দেহ উদ্ধার করতে গেলে বাধা দেয় পরিবার।
বীরভূম: ৪৮ ঘণ্টা পর পঞ্চায়েত নির্বাচন। তার আগেই বৃহস্পতিবার সাত সকালে উদ্ধার হল প্রার্থীর স্বামীর দেহ। বীরভূমের মহম্মদ বাজার ব্লকের হিংলো গ্রাম পঞ্চায়েতের নির্দল প্রার্থী ছবি মাহারার স্বামী দিলীপ মাহারার দেহ উদ্ধার হয়েছে এদিন। বুধবার রাত থেকে তাঁর কোনও খোঁজ ছিল না। সকালে গ্রামবাসীরাই দিলীপ মাহারার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। ওই ব্যক্তি বিজেপির বুথ সহ সভাপতি ছিলেন বলে জানানো হয়েছে পরিবারের তরফে। মৃতের ছেলে জানিয়েছেন, তাঁর মা ও বাবা উভয়েই বিজেপি কর্মী। এলাকার তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।
মৃত দিলীপ মাহারা মহম্মদ বাজারের সারেন্ডা গ্রামের বাসিন্দা। অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানানো হয়েছে পরিবারের তরফে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মহম্মদ বাজার থানার পুলিশ। তবে, দেহ উদ্ধারে বাধা দেয় পরিবার।
নির্দল প্রার্থীর স্বামীর আদৌ বিজেপির সঙ্গে কোনও যোগ ছিল কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। যাঁর বিরুদ্ধে মূল অভিযোগ, সেই রামপুরহাট বিধানসভা কেন্দ্রের জয়েন্ট কনভেনার কালীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের দাবি, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। তাঁর দাবি, বিজেপি নোংরা রাজনীতি করছে। বিজেপির সক্রিয় কর্মী হলে স্ত্রী কেন নির্দল প্রার্থী হলেন, আর যদি প্রার্থী হয়েও থাকেন পরে কেন প্রার্থী পদ প্রত্যাহার করা হল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তৃণমূল নেতা বলেন, “এটা বিজেপির গোষ্ঠীকোন্দল কি না, তা তাঁরাই বলতে পারবেন। আমি চাই নোংরা রাজনীতি বন্ধ হোক। প্রকৃত সত্য কোনও দিন চাপা থাকবে না।”
তবে বিজেপির ব্যাখ্যা হল, শাসক দল বিজেপি প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করতে চাপ দিচ্ছিল বলে বিজেপির তরফে দুজন করে প্রার্থী দেওয়া হয়েছিল। এ ক্ষেত্রে ছবি মাহারা ছিলেন সেই দ্বিতীয় প্রার্থী। পরে তিনি মনোনয়ন তুলতে পারেননি বলে, তাঁকে নির্দলে লড়ার কথা বলা হয়। বিজেপির মণ্ডল সভাপতি পিনাকী মণ্ডল বলেন, “দিলীপ মাহারা আমাদের দলের বুথ সহ সভাপতি। তাই তাঁর মৃত্যুর খবর পেয়ে ছুটে এসেছি। কালী বন্দ্যোপাধ্যায়ের লোকজনই এসব করেছে।” মৃতের গলায় দাগ, কানের পাশে রক্তের দাগ রয়েছে বলেই দাবি করেছেন তিনি।