Lalan Sheikh Death: সেদিন ছিলেন ওই ক্যাম্পেই, ভাদু শেখের ভাইকে জেরা করতে জেলে পৌঁছল CID
Lalan Sheikh Death: গত সোমবার বিকেল ৪ টে ২৫ নাগাদ রামপুরহাটে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে উদ্ধার হয় লালন শেখের ঝুলন্ত দেহ।
বীরভূম : বগটুই-কাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের মৃত্যুর পর তিনদিন কেটে গিয়েছে। ইতিমধ্যেই ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টও প্রকাশ করা হয়েছে। কিন্তু লালনের মৃত্যু নিছকই আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে ময়দানে নেমেছেন সিআইডি-র তদন্তকারী আধিকারিকরা। এবার ভাদু শেখের ভাই জাহাঙ্গীর শেখকে জেরা করতে রামপুরহাট জেলে পৌঁছল সিআইডি-র টিম। যেহেতু ঘটনার সময় ওই সিবিআই ক্যাম্পেই ছিলেন জাহাঙ্গীর শেখ, তাই তাঁর বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন গোয়েন্দারা।
বৃহস্পতিবার সকালে ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে বেরিয়ে যাওরা পর রামপুরহাচ হাসপাতালে যান গোয়েন্দা আধিকারিকরা। ওই হাসপাতালেই লালন শেখের ময়নাতদন্ত হয়েছে। সেখানে গিয়ে হাসপাতালে অটোপ্সি বিশেষজ্ঞদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন আধিকারিকরা। এরপর তাঁরা সোজা চলে যান রামপুরহাট জেলে। সেখানেই রয়েছেন মৃত তৃণমূল নেতা ভাদু শেখের ভাই জাহাঙ্গীর। তাঁকেই জেরা করছেন অফিসাররা।
যে দিন লালনের মৃত্যু হয়, সেদিন সিবিআই-এর ওই অস্থায়ী ক্যাম্পেই ছিলেন জাহাঙ্গীরও। সেদিন ওই ক্যাম্পে আর কে কে ছিলেন? সিবিআই অফিসাররা কতক্ষণ পরে ফেরেন? কতক্ষণ পর লালনের দেহ উদ্ধার করা হল? এ সব জানতেই জাহাঙ্গীরকে জেরা করা হচ্ছে বলে সূত্রের খবর। পাশাপাশি ওই দিনের ঘটনা সম্পর্কে সিবিআই আধিকারিকদের বয়ানও নেওয়া হবে।
উল্লেখ্য, গত সোমবার বিকেল ৪ টে ২৫ নাগাদ রামপুরহাটে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে উদ্ধার হয় লালন শেখের ঝুলন্ত দেহ। তাঁকে খুন করা হয়েছে বলে থানায় অভিযোগ দায়ের করেন তাঁর স্ত্রী। এরপরই রাজ্য সরকারের নির্দেশে শুরু হয়েছে সিআইডি তদন্ত।
ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, দেহে কয়েকটি ছড়ে যাওয়া আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসকদের ভাষায় সেগুলিকে বলা হচ্ছে ‘Superficial Bruise’ মার্ক। লালনের দেহ শৌচাগারে যে শাওয়ার পাইপ থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, তার মাপও নিয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার ফের লোড টেস্ট করা হবে। অর্থাৎ লালনের শরীরের সম ওজনের জিনিস শাওয়ার পাইপ থেকে ঝুলিয়ে পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে।