Gadadhar Hazra : ‘সোনা পেতে বিজেপিতে গিয়েছিলাম’, তৃণমূলে ফিরে বললেন গদাধর
Gadadhar Hazra : তৃণমূল কংগ্রেসে ফিরলেন নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা। ঘাসফুলে যোগ দিয়েই বিজেপিকে হিজড়ার দল বলে আক্রমণ করলেন।
বীরভূম : ২০১৯ সালের লোকসভার পর থেকে একুশের বিধানসভা নির্বাচন। ঘাসফুল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়েছিল। তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-মন্ত্রী বিজেপিতে যোগদান করেছিলেন। সেইসময় তিনিও যোগ দিয়েছিলেন গেরুয়া শিবিরে। বিধানসভা নির্বাচনে জিতে মমতা বন্দ্যোপাধ্য়ায় তৃতীয়বার সরকার গঠনের পর অনেকে ফের শাসকদলে ফিরে আসেন। এবার সেই ফেরার দলে নাম লেখালেন নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা (Gadadhar Hazra)। আজ নানুরের কীর্ণাহার ২ নম্বর অঞ্চলে কর্মিসভায় তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তিনি। আর তৃণমূলে ফিরেই বিজেপিকে তোপ দাগলেন নানুরের প্রাক্তন বিধায়ক। বিজেপিকে হিজড়ার দল বলে আক্রমণ করলেন।
৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। নানুর বিধানসভায় তৃণমূলের প্রার্থী হয়েছিলেন গদাধর হাজরা। ভোটে জিতে বিধায়ক হন। ২০১৬ সালে ফের নানুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন তিনি। তবে সেবার সিপিএম প্রার্থীর কাছে হেরে যান। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর মুকুল রায়কে অনুসরণ করে দিল্লিতে গিয়ে কৈলাস বিজয়বর্গীয়র হাত ধরে বিজেপিতে যোগদান করেন গদাধর হাজরা।
তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন গদাধর। একুশের বিধানসভা নির্বাচনের পর বিজেপির কর্মসূচিতে তাঁকে তেমন দেখা যায়নি। আর আজ আনুষ্ঠানিক ভাবে ফিরলেন শাসকদলে। অনুব্রত মণ্ডলের নির্দেশে শুরু হয়েছে অঞ্চল ভিত্তিক কর্মী সম্মেলন। আজ নানুরের কীর্ণাহার ২ নম্বর অঞ্চলে কর্মী সম্মেলন অনুষ্ঠান হয়। সেখানে উপস্থিত ছিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা ও বোলপুরের সাংসদ অসিত মাল। তাঁদের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন গদাধর হাজরা।
আর তৃণমূলে ফিরেই বিজেপি ও দিলীপ ঘোষকে আক্রমণ করলেন তিনি। তাঁর বিজেপিতে যোগদানের কারণ সম্পর্কে বলতে গিয়ে বলেন, “দিলীপ ঘোষ বলেছিলেন, গরুর দুধে সোনা পাওয়া যায়। তাঁর কথা শুনে লোভে সোনা পেতে বিজেপিতে গিয়েছিলাম। কিন্তু, সোনা নেই। কিছু নেই বিজেপিতে।” বিজেপি একটা হিজড়ার দল বলে আক্রমণ করেন তিনি। বলেন, কেউ বিজেপি করবেন না।
গদাধর হাজরার তৃণমূলে যোগদানকে গুরুত্ব দিলেন না বীরভূমের বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা। তিনি বলেন, “বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে গদাধর হাজরাকে বিজেপিতে তেমন দেখা যায়নি। তৃণমূলেই ছিলেন তিনি। ফলে নতুন করে তৃণমূলে যোগ দেওয়ার কিছু নেই।”