‘এখানে এসব চলবে না’, সন্ন্যাসীর মুখে জোর করে মদ ঢেলে দিল দুষ্কৃতীরা!
Birbhum: আক্রান্ত সন্ন্য়াসীর অভিযোগ, বুধবার রাতে আচমকা চিত্কার চেঁচামেচির আওয়াজ পেয়ে আশ্রমের বাইরে আসেন তিনি। সেইসময়ে, কয়েকজন নেশাগ্রস্ত যুবককে আশ্রম প্রাঙ্গণে বসে মদ্যপান করতে দেখেন ওই সন্ন্যাসী।
বীরভূম: আশ্রমের সামনে মদ্যপান করার প্রতিবাদে এক সন্ন্যাসীর মুখে জোর করে মদ ঢেলে দেওয়ার অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। বুধবার গভীর রাতে রামপুরহাট পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম সঙ্ঘের প্রাঙ্গণে ঘটনাটি ঘটেছে। ঘটনায়, চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আক্রান্ত সন্ন্য়াসীর অভিযোগ, বুধবার রাতে আচমকা চিত্কার চেঁচামেচির আওয়াজ পেয়ে আশ্রমের বাইরে আসেন তিনি। সেইসময়ে, কয়েকজন নেশাগ্রস্ত যুবককে আশ্রম প্রাঙ্গণে বসে মদ্যপান করতে দেখেন ওই সন্ন্যাসী। তিনি ওই যুবকদের আশ্রমের সামনে মদ্যপান করতে বারণ করেন। অভিযোগ, সেইসময়ে ওই যুবকেরা সন্ন্যাসীর উপর চড়াও হয়ে মারধর করে। এমনকী, তাঁর মুখে জোর করে মদ ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ। সন্ন্যাসী চিত্কার করে উঠলে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, তবে তারপরে তাঁকে ক্রমাগত প্রাণে মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায়, রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন ওই সন্ন্যাসী।
আক্রান্ত সন্ন্যাসীর কথায়, “আমি রাতের বেলা বাইরে বেরিয়ে এসে দেখি দশ বারোজন ছেলে বসে বোতলে করে কিছু খাচ্ছে। আমি সন্ন্যাসী মানুষ, ওদের বলি, এখানে খাওয়াদাওয়া না করতে। আশ্রম প্রাঙ্গণে এমন করা যায় না। তখন প্রায় দশ বারোজন মিলে আমায় ঘিরে দেয়। হুমকি দেয়, ‘এটা কি তোর বাপের জায়গা?’ আমি বোঝানোর চেষ্টা করি এখানে এসব চলবে না। কিন্তু আমায় জোর করে ওরা আমায় ধরে বেঁধে মুখে মদ ঢেলে দেয়। আমি চিত্কার করতে পালিয়ে যায়। আজ থানায় ঘটনাটা জানিয়েছি। লোকাল কাউন্সিলরকেও জানিয়েছি।”
স্থানীয় তৃণমূল কাউন্সিলর জানিয়েছেন, রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা স্পষ্ট নয়। তবে দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে। ইতিমধ্যেই ঘটনাটিকে কেন্দ্র করে আশ্রম কমিটির সঙ্গেও কথা বলা হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে রামপুরহাট পুলিশ। পাশাপাশি ওই সন্ন্যাসীর নিরাপত্তাতেও যে বিশেষ নজর দেওয়া হবে তাও জানিয়েছেন তৃণমূল কাউন্সিলর। আরও পড়ুন: ‘দিদির উপর ভরসা করলে তালিবানের গুলি খেতে হবে তাই…’, ‘বিকল্প’-সন্ধানী দিলীপ