Birbhum OC Transfer: অনৈতিক কাজের অভিযোগ উঠেছিল দিন কয়েক আগে, তড়িঘড়ি ওসি-র বদলি সাঁইথিয়ায়
Birbhum OC Transfer: দিন কয়েক আগে এই ওসি-কেই বেঁধে রাখার নিদান দিতে দেখা গিয়েছিল এক বিজেপি নেতাকে।
বীরভূম : বদলি করা হলো বীরভূমের (Birbhum) সাঁইথিয়া থানার ওসি প্রসেনজিৎ দত্তকে। তাঁর জায়গায় নিয়ে আসা হল অশোক সিনহা মহাপাত্রকে। বীরভূম জেলা পুলিশ সুপারের লিখিত নির্দেশের পরই সরানো হলো সাঁইথিয়া থানার ওসি প্রসেনজিৎ দত্তকে। এই ওসির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে কিছুদিন আগেই থানা ঘেরাও করা হয়েছিল। তোলা আদায় থেকে শুরু করে আরও একাধিক অনৈতিক কাজের অভিযোগ উঠেছিল। শুধু তাই নয়, জেলার তৃণমূল নেতৃত্বও অভিযোগ তুলেছিল প্রসেনজিৎ দত্তের বিরুদ্ধে। এরপরই তড়িঘড়ি তাঁর বদলির নির্দেশ আসায় জল্পনা বেড়েছে। যদিও বদলির কারণ স্পষ্ট করা হয়নি পুলিশের তরফে।
এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া ময়ূরাক্ষী নদী থেকে অবৈধভাবে বালি তোলা, বালি পাচার ও বালি বোঝাই লরি থেকে তোলা আদায়ের অভিযোগ তুলে গত ১৮ ডিসেম্বর সাঁইথিয়া থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি। ওই ঘটনার কয়েকদিন পরেই তৃনমূল কংগ্রেসের বীরভূম জেলার মুখপাত্র মলয় মুখোপাধ্যায়ও সাঁইথিয়া থানার ওসি প্রসেনজিৎ দত্তের বিরুদ্ধে অনৈতিক কাজকর্মের অভিযোগ তুলে সরব হন। এরপরই তড়িঘড়ি সরানো হল সাঁইথিয়া থানার ওসি-কে। বদলি করে তাঁকে পাঠানো হলো রামপুরহাট থানায়।
দিন কয়েক আগে এই ওসি-কেই বেঁধে রাখার নিদান দিতে দেখা গিয়েছিল এক বিজেপি নেতাকে। বিজেপির বীরভূম লোকসভা কেন্দ্রের আহ্বায়ক উত্তম রজককে বলতে শোনা গিয়েছিল, এই প্রসেনজিৎবাবুর মতো ওসিরা যদি হুমকি দেয় তাহলে তাঁকে বাঁধুন, বেঁধে রেখে বলুন, আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়ছি। আমরা প্রার্থী দেব। পঞ্চায়েত ভোট নিয়ে কর্মীদের বার্তা দিতে গিয়ে এমনটাই বলেছিলেন তিনি।