Satabdi Roy: ভোটে জিতেই তিহাড় জেলে যাচ্ছেন শতাব্দী রায়
TMC Candidate Satabdi Roy: কেষ্টহীন বীরভূম বর্তমানে কার্যত অভিভাবকহীন। কিন্তু তার প্রভাব পড়েনি জেলায়। যথেষ্ঠ ভালই ফল হয়েছে সেখানে। শুধু তাই নয়, জয়ী তৃণমূল প্রার্থীরাও মেনে নিয়েছেন শান্তিপূর্ণ ভোট হয়েছে সেখানে। এটা কি অনুব্রত মণ্ডল নেই বলেই?

বীরভূম: মঙ্গলবার বীরভূম লোকসভা আসনে জিতেছেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। আর বুধবার সাংবাদিকদের জানালেন তিহাড় জেলে যাচ্ছেন তিনি। কিন্তু কেন? আসলে তিহাড় জেলে বন্দি রয়েছেন অনুব্রত মণ্ডল। ভোটের সময় দলের প্রতি তাঁর অবদান কী থাকে সে কথা অপেক্ষা রাখে না। কিন্তু সেই কেষ্টরই অনুপস্থিতিতে রাঙামাটির জায়গায় আরও একবার ফের জয় পেলেন তৃণমূলের শতাব্দী রায়। এই নিয়ে চতুর্থবারের জন্য সংসদে যাচ্ছেন শতাব্দী। আর জেতার পরের দিনই সেই অনুব্রতকে নিয়েই মন্তব্য তাঁর। সাংবাদিকদের তিনি জানালেন কেষ্টর সঙ্গে দেখা করতে যাবেন তিনি।
কেষ্টহীন বীরভূমের তৃণমূল কংগ্রেস কার্যত অভিভাবকহীন। কিন্তু তার প্রভাব পড়েনি জেলায়। যথেষ্ট ভালই ফল হয়েছে সেখানে। শুধু তাই নয়, জয়ী তৃণমূল প্রার্থীরাও মেনে নিয়েছেন শান্তিপূর্ণ ভোট হয়েছে সেখানে। এটা কি অনুব্রত মণ্ডল নেই বলেই? এ প্রসঙ্গে বলতে গিয়ে শতাব্দী বলেছেন, “বিষয়টি তা নয়। ভোট পরবর্তী কোনও অসুবিধা হয়নি। কর্মীরা সজাগ ছিলেন। মানুষ সচেতন ছিলেন। কর্মীরা কোনও উত্তেজনার মুহূর্তে পা দেননি।” এরপরই তিনি জানান, কেষ্ট মণ্ডলের সঙ্গে তিনি দেখা করতে যাবেন।
উল্লেখ্য, যখন অনুব্রত বীরভূমে ছিলেন, কানাঘুষো শোনা যেত শতাব্দীর সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল না। শতাব্দী নিজেও কখনও-কখনও সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে সরব হয়েছিলেন। তিনি সাংসদ হওয়া সত্বেও কোনও জেলার কর্মসূচিতে ডাক পান না বলে অভিমান প্রকাশ করেছিলেন। এখানেই শেষ নয়, একটা সময় এমনও রটে গিয়েছিল, শতাব্দী দলের থেকে দূরত্ব বাড়াতে চাইছেন। এবার সেই অনুব্রতর সঙ্গেই দেখা করতে যাওয়ার ইচ্ছা প্রকাশ শতাব্দীর।





