Suri: কয়েক ঘণ্টার ব্যবধানে পরপর দুই শিশুর মৃত্যু, প্রশ্নের মুখে সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল

Suri: ওই এক বছর বয়সের শিশুর বাড়ি সাঁইথিয়া পুর এলাকায়। দিন তিনেক আগে ওই বাচ্চাটিকে সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ তিনদিন ধরে শিশুর চিকিৎসায় গুরুত্ব দেওয়া হয় নি।

Suri: কয়েক ঘণ্টার ব্যবধানে পরপর দুই শিশুর মৃত্যু, প্রশ্নের মুখে সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল
শিশুমৃত্যুতে উত্তেজনাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 07, 2024 | 5:35 PM

বীরভূম: পর পর দু’ই শিশুর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। বৃহস্পতিবার সকালে পর পর দুই শিশুর মৃত্যুর পরই হাসপাতালে উত্তেজনা তৈরি হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দুটি শিশু মধ্যে একজনের বয়স চার মাস এবং আরেক জনের বয়স ১ বছর।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে,  ওই এক বছর বয়সের শিশুর বাড়ি সাঁইথিয়া পুর এলাকায়। দিন তিনেক আগে ওই বাচ্চাটিকে সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ তিনদিন ধরে শিশুর চিকিৎসায় গুরুত্ব দেওয়া হয়নি। এছাড়া গতকাল রাতে ওই শিশুর শারীরিক অবস্থার অবনতি ঘটে। কিন্তু অভিযোগ সেই সময়ে হাসপাতালে কোনও চিকিৎসক ছিলেন না। এরপর বৃহস্পতিবার সকালে মৃত্যু হয়  ওই শিশুটির। তাতেই বাড়ির লোক হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান। যদিও ঘটনার প্রেক্ষিতে কোনও লিখিত অভিযোগ হয় নি।

অন্যদিকে সিউড়ি হুসনাবাদ এলাকার মাস চারেকের এক শিশুও সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে গত কয়েকদিন ধরে চিকিৎসাধীন ছিল। তারও এদিন মৃত্যু হয়। সেক্ষেত্রেও চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে। একইদিনে পরপর দুটি শিশুর মৃত্যু হাসপাতালের চিকিৎসাব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে।

এই ঘটনায় সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালের সুপার নীলাঞ্জন মণ্ডল বলেন, “দুটো বাচ্চাই আইসিইউতে ছিল। দুজনেরই অবস্থা আশঙ্কাজনক ছিল। যতটা খবর পেয়েছি, একটি শিশুর টার্মিনাল স্টেজে ছিল। একটা বাচ্চার পটাসিয়াম কমে গিয়েছিল। হাসপাতালের তরফেও কোনও গাফিলতি ছিল কিনা, খতিয়ে দেখা হবে। আমাদের প্রত্যেক সপ্তাহেই আলোচনা হয়। এবারে এই বিষয়টা দেখে হবে।”