Satabdi Roy on Abhijit Ganguly: ‘আপনার এত বড় বড় আদর্শের কথা, তারপর এই?’, অভিজিৎ গাঙ্গুলিকে নিশানা শতাব্দীর

Satabdi Roy: শতাব্দী রায় বলেন, "আপনার এত বড় বড় আদর্শের কথা, তারপর এই? আপনার উপর যে দু' চারজন মানুষের ভরসা ছিল, সেটা আপনি যে জায়গায় ছিলেন, সেদিক থেকে নিজের সম্মান নষ্ট করে বিচার ব্যবস্থাকে অসম্মান করলেন। এর দায় আপনাকে নিতে হবে।"

Satabdi Roy on Abhijit Ganguly: 'আপনার এত বড় বড় আদর্শের কথা, তারপর এই?', অভিজিৎ গাঙ্গুলিকে নিশানা শতাব্দীর
শতাব্দী রায় ও অভিজিৎ গঙ্গোপাধ্যায়। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 08, 2024 | 11:41 AM

বীরভূম: বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর তাঁর এই রাজনীতি-যোগের পর থেকেই শাসকশিবির থেকে একের পর এক কটাক্ষ উঠে আসছে। এবার বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা সাংসদ শতাব্দী রায়ের।

শতাব্দী রায় বলেন, “আপনার এত বড় বড় আদর্শের কথা, তারপর এই? আপনার উপর যে দু’ চারজন মানুষের ভরসা ছিল, সেটা আপনি যে জায়গায় ছিলেন, সেদিক থেকে নিজের সম্মান নষ্ট করে বিচার ব্যবস্থাকে অসম্মান করলেন। এর দায় আপনাকে নিতে হবে।”

বৃহস্পতিবার সদাইপুর থানা এলাকার পানুরিয়া গ্রামে তৃণমূলের এক সভা ছিল। সেখানে ছিলেন আইনমন্ত্রী মলয় ঘটক, সাংসদ শতাব্দী রায়-সহ অন্যরা। সেখানেই সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন শতাব্দী। বৃহস্পতিবারই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় ধর্মতলার মঞ্চ থেকে নাম না করে নিশানা করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে।

মমতা বলেন, “আমি খুশি এদের মুখোশ খুলে পড়েছে। আমরা প্রথম থেকে বলছিলাম…। বড় নেতা হয়ে গিয়েছিলেন। আপনি হাজার হাজার ছেলেমেয়ের চাকরি খেয়েছেন। আপনার রায় জনগণ দেবেন। তৈরি থাকুন। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপি পার্টির কথা ঘোষণা করছেন। এদের দিকে তাকিয়ে মানুষ বিচার পাবে? আমি বিচারপতি নিয়ে বলতে পারি না, আমি বিচার নিয়ে বলতে পারি।”