Birbhum TMC: তৃণমূল Vs তৃণমূল গড়াল হাইকোর্টেও, কেষ্টহীন বীরভূমে শাসক দলে কি ফাটল?

Birbhum TMC: নতুন চেয়ারম্যানের নাম ঘোষণার পরই ওই বছরের ১৪ অগস্ট সিউড়ি পুরসভার চেয়ারম্যান হিসেবে শপথ নেন উজ্জ্বল। তারপর থেকে চুপচাপই ছিলেন প্রনব কর। নতুন বছরে হঠাৎ করে এই মামলার চিঠি যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলার শাসক শিবিরে।

Birbhum TMC: তৃণমূল Vs তৃণমূল গড়াল হাইকোর্টেও, কেষ্টহীন বীরভূমে শাসক দলে কি ফাটল?
প্রাক্তন চেয়ারম্যান প্রণব কর
Follow Us:
| Edited By: | Updated on: Jan 11, 2024 | 5:23 PM

বীরভূম: সিউড়ি পুরসভার তৃণমূল চেয়ারম্যান সহ ২০ জন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন সিউড়ি পুরসভার প্রাক্তন তৃণমূল চেয়ারম্যান প্রণব কর। মামলায় প্রাক্তন চেয়ারম্যানের অভিযোগ, তাঁর ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদ নিয়ম মেনে খারিজ করা হয়নি। কাউন্সিলর পদ ফেরত চেয়েই এই মামলা করেছেন তিনি। সিউড়ির ২০ জন তৃণমূল নেতা হাইকোর্টের মামলা সংক্রান্ত চিঠি পেয়েছেন ইতিমধ্যেই। হাইকোর্টের চিঠি পেয়েছেন বীরভুমের জেলাশাসক ও মহকুমা শাসকও।

প্রণব কর ছিলেন ওই পুরসভার চেয়ারম্যান। গত বছরের ৩১ জুলাই বীরভূমের সিউড়ি পুরসভার তৎকালী চেয়ারম্যান প্রণব কর পদ থেকে ইস্তফা দেন। সিউড়ি মহকুমা শাসকের কাছে শারীরিক অসুস্থতার কারণের কথা বলে চেয়ার ছাড়েন তিনি। চেয়ারম্যান ও কাউন্সিলার পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। বোর্ড অব কাউন্সিলরের বৈঠকে তাঁর পদত্যাগ পত্রও গৃহীত হয়। পরে গত বছরের ১০ অগস্ট সিউড়ি পুরসভার চেয়ারম্যান হিসেবে নাম ঘোষণা করা হয় সিউড়ির ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর উজ্জ্বল চট্টোপাধ্যায়ের।

নতুন চেয়ারম্যানের নাম ঘোষণার পরই ওই বছরের ১৪ অগস্ট সিউড়ি পুরসভার চেয়ারম্যান হিসেবে শপথ নেন উজ্জ্বল। তারপর থেকে চুপচাপই ছিলেন প্রনব কর। নতুন বছরে হঠাৎ করে এই মামলার চিঠি যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলার শাসক শিবিরে।

সিউড়ি পুরসভার কাউন্সিলর কুন্দন দে বলেন, “একটা চিঠি পেয়েছি। ওঁর পদ যাতে না যায়, সে জন্যই মামলা করেছেন উনি। কী পদক্ষেপ করা হবে, সে বিষয়ে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।” আর প্রণব কর বলছেন, তাঁর পদত্যাগপত্র তিনি নিজে লেখেননি, তবে সইটা তাঁর ছিল। এভাবে পদত্যাগপত্র গ্রহণ করা যায় কি না, সেই প্রশ্ন নিয়েই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।