West Bengal Panchayat Polls: ‘দলে থেকে গদ্দারি করলে ছাড়া হবে না’, বীরভূমে গোঁজ প্রার্থীদের বেনজির আক্রমণ নেতাদের
West Bengal Panchayat Polls: এ দিন ভোটের প্রচার করতে গিয়ে খয়রাশোল ব্লকের কৃষ্ণপুর গ্রামে স্ট্রিট কর্নারে বক্তব্য রাখতে গিয়ে জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য নরেন্দ্রনাথ চক্রবর্তী ও বিকাশ রায় চৌধুরী দুজনই বিরোধীদের পাশাপাশি দলের বিক্ষুব্ধদের উদ্দেশ্যে বার্তা দেন।
খয়রাশোল: নির্দল প্রার্থীদের উদ্দেশ্যে কড়া বার্তা আগেই দিয়েছিলেন তৃণমূল নেতৃত্ব। তবে জেলায়-জেলায় এরপরও আটকানো যায়নি গোঁজ প্রার্থী। তালিকা পছন্দ না হতেই দলেই বিরুদ্ধে নির্দলে দাঁড়িয়েছেন তৃণমূলের বিক্ষুব্ধরা। এবার গোঁজ প্রার্থীদের উদ্দেশ্যে কড়া বার্তা বীরভূমের নেতাদের।
এ দিন ভোটের প্রচার করতে গিয়ে খয়রাশোল ব্লকের কৃষ্ণপুর গ্রামে স্ট্রিট কর্নারে বক্তব্য রাখতে গিয়ে জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য নরেন্দ্রনাথ চক্রবর্তী ও বিকাশ রায় চৌধুরী দুজনই বিরোধীদের পাশাপাশি দলের বিক্ষুব্ধদের উদ্দেশ্যে বার্তা দেন।
নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “সুবিধা নিতে তৃণমূলের কাছে আসবে,মেয়ের বিয়ের সময় বিকাশ রায় চৌধুরীর কাছে ২০০০ টাকা চাইতে আসবে, আর ভোটের সময় পদ্ম ফুল নিয়ে ঘুরলে ভোটের পরে চোখে সর্ষে ফুল দেখানো হবে।” একই সঙ্গে, কেউ যদি তৃণমূলকে বিপদে ফেলার চেষ্টা করে তার হিসাব ভোটের পর করা হবে। বড় নেতা হলেও তাঁকে সরিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি নরেন্দ্রনাথের।
অপরদিকে, বিকাশ রায় চৌধুরী বলেন,”মমতা বন্দোপাধ্যায়ের দল করে বাড়িতে বসে থাকলে ভোটের পরে বুঝিয়ে দেব তোমার জায়গাটা কোথায়। যারা দলে থেকে গদ্দারি করবে তাদের ছাড়া হবে না।”