WB Panchayat Elections: ‘এই নাম তুলবি কি না…’, বলেই CPM প্রার্থীর পরিবারের সকলকে লাগাতার মার, অভিযুক্ত তৃণমূল
CPIM: গতকাল সাত্তর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আসিয়া বিবি সিপিএম-এর হয়ে মনোনয়ন দাখিল করেন। অভিযোগ, সন্ধ্যে নামতেই তাঁর বাড়িতে চড়াও হয় জনা কুড়ি তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। বাড়িতে ঢুকেই তারা আসিয়া বিবির স্বামীকে বেধড়ক মারধর করেন।
বীরভূম: গ্রাম দখলের লড়াইয়ে অশান্তির আশঙ্কা আগেই করেছিল বিরোধীরা। বিজেপি-সিপিএম (CPM) কিংবা কংগ্রেস বারংবার বলেছিল ভোটের সময় শাসক শিবির তাদের আক্রান্ত করার চেষ্টা করবে। সেই কারণে হাইকোর্টে কেন্দ্রীয় বাহিনী চেয়ে মামলাও করেছে তারা। তা মঞ্জুরও করেছে কোর্ট। কিন্তু এতসবের পরও কি অশান্তি থামানো যাচ্ছে? মনোনয়নের তৃতীয় দিনও জেলায়-জেলায় বোমাবাজি-মারধরের খবর প্রকাশ্যে এল। মঙ্গলবার বীরভূমে মনোনয়ন দাখিল করায় সিপিএম প্রার্থীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুরের সাত্তোর গ্রাম পঞ্চায়েতের একাইয়ে। যদিও, অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
গতকাল সাত্তর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আসিয়া বিবি সিপিএম-এর হয়ে মনোনয়ন দাখিল করেন। অভিযোগ, সন্ধ্যে নামতেই তাঁর বাড়িতে চড়াও হয় জনা কুড়ি তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। বাড়িতে ঢুকেই তারা আসিয়া বিবির স্বামীকে বেধড়ক মারধর করেন। এমনকী তাঁর মেয়ে এবং শাশুড়িকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ সিপিএম প্রার্থীর।
আহতদের এলাকাবাসী তড়িঘড়ি বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। আসিয়া বিবির অভিযোগ, ওই তৃণমূল কর্মীরা হামলা চালানোর পাশাপাশি তাঁকে মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ দেয়। সেই কথা কানে না তোলায় বাড়ির সকল সদস্যকে মারধর করে।
আসিয়া বলেন, “আমার স্বামীর নাম ধরে ডাকাডাকি করছিলেন। আমি বেরিয়ে এসে জানাই যে উনি বাড়িতে নেই। এর কিছুক্ষণ পর ফের এসে আমার স্বামীর খোঁজ করল। ততক্ষণে উনি বাড়িতে এসেছেন। ওরা বলল এই তোর বৌ-এর নাম তুলবি কি না। আমার স্বামী বললেন দাঁড়িয়েছে যখন নাম তুলে কী হবে? সঙ্গে সঙ্গে মারতে শুরু করল। আমার পরিবারের সকলে মেরেছে তৃণমূলের লোকজন।
যদিও সিপিএম প্রার্থীর স্পষ্ট দাবি তারা কোনওভাবেই মনোনোহন প্রত্যাহার করবেন না। পঞ্চায়েত নির্বাচনে লড়াই করবেন শাসকদলের সঙ্গে।