প্রয়াত বিজেপি নেতা মণীশ শুক্লার বাবাকে তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব
ছেলের খুনে অভিযুক্ত যে দলের সদস্যরা, তাদের হয়েই বিধানসভা ভোটেও লড়ার প্রস্তাব এসেছে বলে দাবি। এহেন প্রস্তাব শুনে মণীশের বাবা বললেন...
বারাকপুর: বিজেপি নেতা মণীশ শুক্লা (Manish Shukla) খুনের বছর ঘোরেনি। এর মধ্যেই টিটাগড়ের প্রয়াত বিজেপি নেতার বাবাকে দলে যোগদানের আহ্বান জানাল তৃণমূল কংগ্রেস। যদিও মণীশের বাবা ডাঃ সিএম শুক্লা শাসকদলের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
২০২০ সালের ৪ অক্টোবর রাতে খুন হন উত্তর ২৪ পরগনার টিটাগড়ের বিজেপি নেতা মণীশ শুক্লা। সেই সময় ৯ জনের নামে এফআইআর করেন মণীশের বাবা। অভিযুক্তদের মধ্যে ছিলেন এলাকায় বেশ কয়েকজন তৃণমূল নেতাও। সেই তৃণমূলের পক্ষ থেকেই আজ মণীশের বাবাকে দলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হল। প্রয়াত যুব বিজেপি নেতা মণীশ শুক্লার বাবাকে দলে যোগদানের আমন্ত্রণ জানালো তৃণমূল।
সূত্রের খবর, বুধবার খড়দহ পুরসভার পুর প্রশাসক কাজল সিনহার নাম করে কয়েকজন তৃণমূল কর্মী মণীশের বাবা ডাঃ সিএম শুক্লার সঙ্গে দেখা করেন। তাঁকে তৃণমূলে যোগদানের জন্য রাজি করানোর চেষ্টা করা হয়। মণীশের বাবাকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করার প্রস্তাবও দেওয়া হয় বলে দাবি। তিনি সে সকল প্রস্তাব ফিরিয়ে দেন।
আরও পড়ুন: শাহি সভায় ঢুকতে না পেরে ঠায় দাঁড়িয়ে রইলেন উত্তর বনগাঁর বিধায়ক, শেষে ‘ত্রাতা’ শুভেন্দু
গোটা বিষয়টি অবশ্য অস্বীকার করেছেন কাজল সিনহা। তাঁর দাবি, সিএম শুক্লার সঙ্গে তৃণমূল কর্মীরা সৌজন্য সাক্ষাত্ করতে গিয়েছিলেন। অন্যদিকে, তৃণমূলে কংগ্রেসের প্রস্তাব প্রত্যাখান করেছেন মণীশের বাবা। ছেলের খুনে অভিযুক্তদের দলে যোগ দিতে পারবেন না বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: মমতাও ‘জয় শ্রীরাম’ বলেন! কখন? জানালেন সুব্রত