‘গাধা’ পিটিয়ে ‘ঘোড়া’ বানানোর চেষ্টা করছেন মমতা! অর্জুনের নিশানায় কে?

উপদেশ দেওয়ার সুরে তিনি বলেন, যতই চেষ্টা করা হোক 'গাধা' কখনও ঘোড়া হয়ে যেতে পারে না। তাই 'গাধাকে' ঘোড়া বানানোর চেষ্টা না করাই উচিত

'গাধা' পিটিয়ে 'ঘোড়া' বানানোর চেষ্টা করছেন মমতা! অর্জুনের নিশানায় কে?
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Jan 05, 2021 | 9:38 PM

হাওড়া: কথায় আছে, ‘গাধাকে পিটিয়ে ঘোড়া বানানো যায় না।’ বিখ্যাত এই বাংলা প্রবাদের উদাহরণ টেনেই এবার নাম না করে তৃণমূল নেতৃত্বকে বিঁধলেন বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Sing)। এদিন হাওড়ার বেলুড়ে বিজেপি যুব মোর্চার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) উপদেশ দেওয়ার সুরে তিনি বলেন, যতই চেষ্টা করা হোক ‘গাধা’ কখনও ‘ঘোড়া’ হয়ে যেতে পারে না। তাই ‘গাধাকে’ ঘোড়া বানানোর চেষ্টা না করাই উচিত। তবে এখানে ‘গাধা’ তিনি কাকে উদ্দেশ্য করে বলছেন তা খোলসা করেননি।

সভায় শুভেন্দু অধিকারী সম্পর্কে তিনি বলেন, “নন্দীগ্রামে আন্দোলন শুরু করেছিল অধিকারী পরিবার। কিন্তু তাঁদের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করেছে তৃণমূল।” এদিনই আবার মন্ত্রিত্বের পাশাপাশি হাওড়া জেলা সদরের সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন লক্ষ্মীরতন শুক্লা। সেই প্রসঙ্গ উঠলে বিজেপি নেতা বলেন, “তৃণমূলে কোনও বিধায়ক বা সাংসদের সঙ্গে ভাল আচরণ করা হয় না। তাই দল ছেড়ে দিচ্ছে সবাই। আগামিদিনে বিজেপিতে কারা কারা আসবে সে সব জনগণ দেখতে পাবে।”

আরও পড়ুন: ‘অ্যান্টি খবর করা যাবে না’, সাংবাদিককে ডেকে ‘চড় মারলেন’ তৃণমূল বিধায়ক

হাওড়া সদরের বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে মঙ্গলবার আয়োজন করা হয়েছিল যোগদান মেলা। যেখানে ১৫০ জন তৃণমূল কর্মী যোগ দেন বিজেপিতে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজেপি সাধারণ সম্পাদক সঞ্জয় সিং ও হাওড়া জেলার বিজেপির সভাপতি সুরজিৎ সাহা-সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

আরও পড়ুন: লক্ষ্মী যেতেই ঘণ্টা খানেকের মধ্যে জায়গা পূরণ করল তৃণমূল