ফের সম্প্রীতি উড়ালপুলে চিনামাঞ্জার কবলে মোটরসাইকেল আরোহী

Bike Accident In Sampriti Flyover: বারবার সম্প্রীতি উড়ালপুলের উপর চিনা মাঞ্জার আঘাতে আহত হওয়ার ঘটনা ঘটছে। এদিনও দুর্ঘটনার পর মহেশতলা ট্রাফিক গার্ডের পুলিশকে দেখা যায় ফ্লাইওভারের উপর মোটরবাইক আরোহীদের থামিয়ে গাড়ি আস্তে চালানোর পরামর্শ দিতে। তবে প্রশাসনের কর্তাব্যক্তিদের বক্তব্য যতক্ষণ না ওই উড়ালপুলের আশেপাশের বাসিন্দারা এ ব্যাপারে নিজেরা সচেতন হচ্ছেন ততক্ষণ এই দুর্ঘটনা এড়ানোর কোনও স্থায়ী সমাধান করা সম্ভব নয়।

ফের সম্প্রীতি উড়ালপুলে চিনামাঞ্জার কবলে মোটরসাইকেল আরোহী
চিনা মাঞ্জায় আহত মোটরবাইক চালক সোমনাথ দলুই। নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jan 16, 2022 | 9:25 PM

দক্ষিণ ২৪ পরগনা: ফের চিনা মাঞ্জার কবলে পড়ে আহত হলেন এক যুবক। দক্ষিণ ২৪ পরগনা জেলার পূজালী অঞ্চলের বাসিন্দা ওই যুবকের নাম সোমনাথ দলুই (২৮)। এদিন সম্প্রীতি উড়ালপুলের উপর দিয়ে তিনি দুপুরবেলা রাসবিহারীর দিকে যাচ্ছিলেন। সোমনাথকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সুস্থ আছেন চিকিৎসাধীন ওই যুবক।

পুলিশ সূত্রের খবর রবিবার আনুমানিক দুপুর তিনটে পঞ্চাশ মিনিট নাগাদ নিজস্ব মোটরবাইকে করে সম্প্রীতি উড়ালপুল ধরে রাসবিহারীর দিকে যাচ্ছিলেন সোমনাথ দলুই নামে ওই ব্যক্তি। সেই সময় জলকলের কাছে কিছু স্থানীয় যুবক ঘুড়ি ওড়াচ্ছিল। তাদের ঘুড়ির সুতোয় চিনা মাঞ্জা মিশ্রিত ছিল। হঠাই চলন্ত বাইকে থাকা সেই সুতো এসে লাগে সোমনাথের নাকে। রক্তাক্ত অবস্থায় মোটরবাইক সহই উড়ালপুলের উপর লুটিয়ে পড়েন তিনি। ঠিক সেই সময়ই অন্য এক মোটরবাইক আরোহী তারাতলার দিক থেকে বজবজের দিকে আসছিলেন সম্প্রীতি উড়ালপুল ধরে। তিনিই রক্তাক্ত সোমনাথকে দেখতে পেয়ে উদ্ধার করে বজবজ ইএসআই হাসপাতালে নিয়ে যান। সেখানেই নাকের উপর থেকে কপালে সেলাই করতে হয় তার। আপাতত সুস্থ রয়েছেন সোমনাথ।

বারবার সম্প্রীতি উড়ালপুলের উপর চিনা মাঞ্জার আঘাতে আহত হওয়ার ঘটনা ঘটছে। এদিনও দুর্ঘটনার পর মহেশতলা ট্রাফিক গার্ডের পুলিশকে দেখা যায় ফ্লাইওভারের উপর মোটরবাইক আরোহীদের থামিয়ে গাড়ি আস্তে চালানোর পরামর্শ দিতে। তবে প্রশাসনের কর্তাব্যক্তিদের বক্তব্য, যতক্ষণ না ওই উড়ালপুলের আশেপাশের বাসিন্দারা এ ব্যাপারে নিজেরা সচেতন হচ্ছেন ততক্ষণ এই দুর্ঘটনা এড়ানোর কোনও স্থায়ী সমাধান করা সম্ভব নয়।

এদিন হাসপাতালে গিয়ে দেখা যায় কপালে সেলাই এবং ব্যান্ডেজ বাধা অবস্থায় শুয়ে রয়েছেন সোমনাথ দলুই নামে ওই যুবক। তিনি বলেন, ‘আমার বাড়ি পুজালী। ব্যক্তিগত কাজে আমি রাসবিহারীতে যাচ্ছিলাম। আমি হেলমেট পরেই ছিলাম, কিন্তু তা সত্ত্বেও ঘুড়ির মাঞ্জা এসে কপালে লাগে। সুতোয় কপাল কেটে যেতেই আমি পড়ে যাই। প্রচুর ব্লিডিং হচ্ছিল। উল্টোদিক থেকে এক ভদ্রলোক আসছিলেন, আমি তাঁকে চিনি না। তিনিই আমাকে তুলে নিয়ে একটা গাড়িতে করে হাসপাতালে পৌঁছে দেন।’

তবে সম্প্রীতি উড়ালপুলে বারবার এই ধরনের ঘটনা ঘটায় চিন্তিত পুলিশ প্রশাসনও। যদিও তাঁরা তরফে এই ধরনের দুর্ঘটনা রোখার কোনও স্থায়ী সমাধান বের করতে পারছেন না। তাঁদের আঙুল স্থানীয়দের সচেতনতার দিকেই।

আরও পড়ুন: NIA arrest: বাংলাদেশ থেকে জাল নোট এনে ভারতে কারবার, মালদহের যুবককে ধরল এনআইএ