নন্দীগ্রামকাণ্ডের তদন্তে সিট গঠন করল সিআইডি

সূত্রের খবর, আগামিকাল ঘটনাস্থলে তদন্ত করতে যাবেন তদন্তকারীরা। সেখানে পৌঁছে প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও তাঁরা কথা বলবেন বলে জানা গিয়েছে।

নন্দীগ্রামকাণ্ডের তদন্তে সিট গঠন করল সিআইডি
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Mar 20, 2021 | 9:47 PM

কলকাতা: নন্দীগ্রামে (Nandigram) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আঘাত পাওয়ার ঘটনার তদন্তভার গ্রহণ করল সিআইডি (CID)। গোটা ঘটনার তদন্তের জন্য সিট গঠন করা হয়েছে। সূত্রের খবর, আগামিকাল ঘটনাস্থলে তদন্ত করতে যাবেন তদন্তকারীরা। সেখানে পৌঁছে প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও তাঁরা কথা বলবেন বলে জানা গিয়েছে।

তাঁর প্রচার ব্যাহত করার জন্যই নন্দীগ্রামে ওই ঘটনা ঘটানো হয়েছিল, আজও সভামঞ্চ থেকে অভিযোগ করতে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। ঠিক যখন তাঁর জখম হওয়ার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় তখনই এই গোটা ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয়েছে সিআইডি-র হাতে।

নন্দীগ্রামের ঘটনা নিয়ে ইতিপূর্বে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছিল আগে। এ বার সেই তদন্তভার তুলে নিলেন সিআইডি-র গোয়েন্দারা। ঘটনাস্থলে গিয়ে তাঁরা খতিয়ে দেখে বোঝার চেষ্টা করবেন, কীভাবে আঘাত পান মমতা।

আরও পড়ুন: পুরসভার প্রশাসক পদে কোনও রাজনীতিক নয়, থাকবেন সরকারি আধিকারিক: কমিশন

বিরুলিয়া বাজারের ঘটনায় ইতিমধ্যেই রাজ্য প্রশাসন নির্বাচন কমিশনে রিপোর্ট জমা দিয়েছে। জেলা প্রশাসনও নবান্নে একটি রিপোর্ট জমা দিয়েছে। একই সঙ্গে কমিশনও গোটা ঘটনার একটি পৃথক রিপোর্ট তৈরি করেছে। সবকটি রিপোর্টের ক্ষেত্রে একটি বিষয় লক্ষ্যণীয়, কোথাও এমনটা লেখা হয়নি যে মুখ্যমন্ত্রীর উপর কোনও ‘হামলা’ হয়েছিল। সব ক্ষেত্রেই দুর্ঘটনার তত্ত্বই উঠে আসে। এ বার সিআইডি ঘটনাস্থলে গিয়ে তদন্ত চালিয়ে কী রিপোর্ট দেয় নজর থাকবে সেদিকেই।

আরও পড়ুন: বাংলা আর বিজেপি মেলে না, মানুষ সঠিক বিকল্পই বেছে নেবেন: কানহাইয়া কুমার