খেলা হবে, খেলা হবে বলতে বলতে ‘হামলা’ বিজেপি প্রার্থীর উপর
ভোটের মুখে এলাকায় হিংসা ছড়াতে প্রায়ই এরকম ঘটনা ঘটছে বলে অভিযোগ বিজেপির (BJP)।
কোচবিহার: সিতাইয়ের বিজেপি (BJP) প্রার্থী ও সঙ্গীর উপর হামলার অভিযোগ। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে দিনহাটা মহকুমা শাসকের দফতর সংলগ্ন কাছারি এলাকায়।
সিতাই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক রায়। তাঁর অভিযোগ, এদিন সকালে নিজের একটি কাজের জন্য কাছারিতে গিয়েছিলেন। সেই সময়ে মান্নে নামে এক ব্যক্তি তার সঙ্গে হাত মেলাতে এসে জিজ্ঞাসা করেন তাঁর নামে কেন দেওয়া হয়েছে। দীপক রায়ের দাবি, তিনি জানেনই না কীসের কেস। কেনই বা তিনি কেস দিতে যাবেন, সে প্রশ্নও তোলেন তিনি।
দীপক রায়ের অভিযোগ, কিছু বুঝে ওঠার আগেই মান্নের সঙ্গে থাকা কয়েকজন খেলা হবে বলে চিৎকার শুরু করেন। এরপরই তাঁকে এবং তাঁর সঙ্গী দীপঙ্কর বর্মনকে মারধর করা হয়। দীপকের দাবি, “ওকে টেনে হিঁচড়ে নিয়ে যায় ওরা। বেদম মারে। শুনলাম ওদের কাছে ধারাল অস্ত্র ছিল। তা দিয়ে কোপানোর চেষ্টা করেছে।” দীপঙ্করকে বাঁচাতে গেলে দীপক রায়কেও ধাক্কাধাক্কি করা হয় বলে অভিযোগ। যদিও তৃণমূলের তরফে এ ঘটনার সত্যতা স্বীকার করা হয়নি।
আরও পড়ুন: বুদ্ধবাবুর কন্ঠস্বর, নন্দীগ্রামে ভোটের আগে কী বললেন ‘কমরেড’!
ভোটের মুখে এলাকায় হিংসা ছড়াতে প্রায়ই এরকম ঘটনা ঘটছে বলে অভিযোগ বিজেপির। গেরুয়া শিবিরের পালে হাওয়া বুঝে বাকিরা ভয় পাচ্ছে বলেও দাবি করে তারা। সিতাইয়ের বিজেপি প্রার্থী জানান, তাঁকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছে। প্রার্থী না হওয়ার জন্যও বলা হয়েছে।