ভোটের আগের সন্ধ্যায় হানা পুলিশের, উদ্ধার বোমা-বন্দুক-ধারাল অস্ত্র
শনিবার রাজ্যের ৪৪টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ (West Bengal elections 2021)। এরমধ্যে কোচবিহার জেলার পাঁচ কেন্দ্রও রয়েছে।
কোচবিহার: চতুর্থ দফার ভোটের (West Bengal elections 2021) আর ২৪ ঘণ্টাও বাকি নেই। এরইমধ্যে অস্ত্র ও বোমা উদ্ধারে বড়সড় সাফল্য পেল মাথাভাঙা থানার পুলিশ। শুক্রবার সন্ধ্যায় এলাকার হাজরাহাটে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হল প্রচুর আগ্নেয়াস্ত্র, বোমা।
শনিবার রাজ্যের ৪৪টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ। এরমধ্যে কোচবিহার জেলার পাঁচ কেন্দ্রও রয়েছে। মেখলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচিতে ভোট।
আরও পড়ুন: ‘আমরা তো লড়বই, আপনারাও সাহায্য করুন’, করোনা পরিস্থিতিতে মমতা-দিলীপ-অধীরদের চিঠি চিকিৎসকদের
ভোটের আগেরদিনই গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে মাথাভাঙা থানার পুলিশ। মাথাভাঙা পশ্চিম খাটেরবাড়ির হাজরাহাট গ্রামপঞ্চায়েত এলাকার বাসিন্দা জাকির হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বন্দুক, চার রাউন্ড গুলি, ৯টি হাত বোমা-সহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।
আরও পড়ুন: ‘ভোট পরব’-এর বাংলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩ হাজার ৬৪৮ জন
মাথাভাঙা থানার আইসি বিশ্বাশ্রয় সরকারের নেতৃত্বে একটি বিশেষ টিম জাকির হোসেনের বাড়িতে হানা দেয়। অস্ত্র উদ্ধারের পাশাপাশি জাকিরকে আটকও করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।