Cooch Behar: জলাশয়ে গিয়ে পড়ে গাড়ি, কোচবিহারে ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত ৪
Cooch Behar Accident: দেওয়ানহাট থেকে গাড়ি ভাড়া নিয়ে কয়েকজন নিমন্ত্রণে যাচ্ছিলেন। রাস্তায় কোতোয়ালি থানার চিলকিরহাট ও চান্দামারির মাঝখানে ওই দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাশের জলাশয়ে পড়ে যায় । মৃতদের মধ্যে ধনঞ্জয় বর্মন গাড়ির চালক ছিলেন। তাঁর বাড়ি দেওয়ানহাট এলাকায়।

কোচবিহার: কোচবিহারে ভয়াবহ দুর্ঘটনা। জলাশয়ে গাড়ি পড়ে মৃত্যু হল চার জনের। বরাত জোরে বাঁচলেন একমাত্র মহিলা যাত্রী। সোমবার গভীর রাতে কোচবিহারের চিলকিরহাট সংলগ্ন এলাকায় ভয়াবহ ওই পথ দুর্ঘটনা হয়েছে। পথ দুর্ঘটনায় মৃতদের নাম ধনঞ্জয় বর্মন (২৮), অমিত দাস (২৫), সঞ্জয় দাস (২৫), পার্থ দাস (২৪) । পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁরা দেওয়ানহাট মোয়ামারি এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, মৃতরা প্রত্যেকেই সম্পর্কে কাকাতুতো ভাই ।
স্থানীয় সূত্রে খবর, দেওয়ানহাট থেকে গাড়ি ভাড়া নিয়ে কয়েকজন নিমন্ত্রণে যাচ্ছিলেন। রাস্তায় কোতোয়ালি থানার চিলকিরহাট ও চান্দামারির মাঝখানে ওই দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাশের জলাশয়ে পড়ে যায় । মৃতদের মধ্যে ধনঞ্জয় বর্মন গাড়ির চালক ছিলেন। তাঁর বাড়ি দেওয়ানহাট এলাকায়। ওই চারচাকা গাড়িতে চালক-সহ মোট পাঁচজন ছিলেন, যাঁর মধ্যে চারজন পুরুষ এবং একজন মহিলা ছিলেন। তাঁর পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
তবে বরাত জোরে বেঁচে গিয়েছেন ওই গাড়িতে থাকা মহিলা । তাঁকে উদ্ধার করা হয়েছে । কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, চারটি দেহ উদ্ধার করেছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷
স্থানীয় এক বাসিন্দা বলেন, “কীভাবে দুর্ঘটনা ঘটল, সেটা কেউ সেভাবে দেখেননি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অত্যন্ত গতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন চালক। গাড়ি একেবারে সরাসরি জলের মধ্যে গিয়ে পড়ে। গাড়ির দরজা ভিতর থেকে লক ছিল। আর কেউ বের হতে পারেননি।”
