BJP joining: উদয়নের গড়ে ভাঙন ধরালেন নিশীথ, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ শতাধিক কর্মীর

BJP joining: বিজেপিতে আগত নতুন কর্মী সমর্থকদের নিয়ে ভেটাগুড়ি বাজারে একটি মিছিল করে বিজেপি নেতৃত্ব।

BJP joining: উদয়নের গড়ে ভাঙন ধরালেন নিশীথ, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ শতাধিক কর্মীর
নিশীথের হাত ধরে বিজেপিতে যোগ কর্মীদের
Follow Us:
| Edited By: | Updated on: Apr 04, 2023 | 12:42 AM

দিনহাটা: পঞ্চায়েত নির্বাচনের আগে বড়সড় ধাক্কা খেল তৃণমূল। খোদ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর গড়েই দলে দলে কর্মীরা তৃণমূল ছাড়বেন। বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন দুই শতাধিক তৃণমূল কর্মী। সোমবারের এই দলবদলে উত্তরে গেরুয়া শিবিরের ভিত আরও মজবুত হল বলে মনে করছে বিজেপি। এদিন বিজেপিতে আগত নতুন কর্মী সমর্থকদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।

জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় দিনহাটা বিধানসভা কেন্দ্রের ভেটাগুড়ি গ্রাম পঞ্চায়েতের এক ও দুই নম্বর অঞ্চলের বহু পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থক বিজেপিতে যোগ দিয়েছেন। বেশ কয়েকজন নতুন কর্মী সমর্থকও গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে। এদিনই বিজেপিতে আগত নতুন কর্মী সমর্থকদের নিয়ে ভেটাগুড়ি বাজারে একটি মিছিল করে বিজেপি নেতৃত্ব।

যোগদান পর্ব শেষে মন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, শুধুমাত্র ভেটাগুরি বা দিনহাটা বিধানসভায় নয় কোচবিহার জেলা জুড়ে প্রচুর কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করার জন্য যোগাযোগ করছেন। বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনীতির উত্তাপ বাড়ছে সর্বত্রই। আর উত্তরবঙ্গে শক্ত ঘাঁটি তৈরি করতে তৎপর হয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি। তাই এদিনের এই যোগদান পর্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভোট যতই এগোবে, দলবদলের প্রবণতা বাড়বে বলেও মনে করছে রাজনৈতিক মহল। ইতিমধ্যেই বুথস্তরে সংগঠন মজবুত করার বার্তা দেওয়া হয়েছে বিজেপি নেতৃত্বের তরফে।