North Bengal Agricultural University: সংরক্ষিত পদে নিয়োগ করা হয়েছে অন্যদের, এবার দুর্নীতির অভিযোগ রাজ্যের আরও এক বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে

North Bengal Agricultural University: অভিযোগ সামনে আনায় বহিষ্কার করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন এক অধ্যাপক।

North Bengal Agricultural University: সংরক্ষিত পদে নিয়োগ করা হয়েছে অন্যদের, এবার দুর্নীতির অভিযোগ রাজ্যের আরও এক বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে
Follow Us:
| Edited By: | Updated on: Sep 22, 2022 | 5:44 PM

কোচবিহার: নিয়োগ দুর্নীতির অভিযোগে কার্যত জেরবার রাজ্যের সরকার তথা শাসক দল। স্কুল সার্ভিস কমিশন থেকে প্রাথমিক, সব ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ উঠেছে। এবার দুর্নীতির অভিযোগ উঠল উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে। তফশিলিদের জন্য সংরক্ষিত পদে জেনারেল প্রার্থীদের নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ। মূলত বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় ও দেবাশিস মজুমদার উপাচার্য তথাকাকালীন এই কেলেঙ্কারি হয়েছে বলে অভিযোগ।

অভিযোগ, তফশিলি জাতি বা উপজাতির প্রার্থীদের জন্য যে সব পদ সংরক্ষিত থাকে, সেই পদে নিয়ম ভেঙে জেনারেল প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ২০১৪ সালে এসসি পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হলেও সেই প্রার্থীদের নিয়োগ করা হয়নি বলে অভিযোগ। আর নিয়োগের পরে নাকি সেই নিয়ম বদলে ওই পদে জেনারেলে রূপান্তরিত করা হয়। ডিন নিয়োগের ক্ষেত্রেও অনিয়ম হয়েছিল বলে অভিযোগ।

নিয়ম অনুযায়ী, ডিন নিয়োগের সময় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাড়া আরও দুই উপাচার্য উপস্থিত থাকেন। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে ডিন নিয়োগের সময় অন্য কোনও উপাচার্য ছিলেন না বলে অভিযোগ।

প্রাক্তন উপাচার্য বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁর ওপর কোনও রাজনৈতিক চাপ ছিল না। তাঁর দাবি, যাঁরা নিয়োগের তালিকা তৈরি করে, তাঁদের কোনও একটা ভুল হয়েছিল, পরে সে ভুল শুধরে নেওয়া হয়েছে। সরকারের পরামর্শ অনুযায়ীই ভুল ঠিক করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। তাই তাঁর মতে আর বিতর্কের অবকাশ নেই। সুবিনয় সাহা নামে এক অধ্যাপক জানিয়েছেন, নিয়োগ নিয়ে প্রশ্ন তোলায় তাঁকে বহিষ্কার করা হয়েছে।

আইনজীবী রাজু রায় জানিয়েছেন, এ ভাবে নিয়োগের পর সংরক্ষিত পদ বদল করা যায় না। রাজ্যের কোনও এসসি প্রার্থী আবেদন না করলে অন্য রাজ্যের প্রার্থীরা আবেদন করতে পারবেন। না হলে রাজ্য সরকারের অনুমোদন নিয়ে পদ বদল করতে হয়। এ ক্ষেত্রে অনুমোদন নেওয়া হয়নি বলে অভিযোগ।