Sikkim Flash Flood: এখনও ফুঁসছে তিস্তা, ভারত-বাংলাদেশ সীমান্তে ২ জওয়ানের দেহ উদ্ধার
Sikkim Flash Flood: সরকারি পরিসংখ্যান বলছে, বুধবার রাত পর্যন্ত সিকিম বিপর্যয়ে মৃতের সংখ্যা ছিল ১৪। এদিন আরও ২ জনের দেহ উদ্ধার হয়। নিখোঁজ ৮০ জনের বেশি। জোরকদমে উদ্ধার কাজ চালাচ্ছে সেনা, জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। সিকিমেই আটকে রয়েছেন ৩ হাজারের বেশি পর্যটক।
কোচবিহার: ভারত-বাংলাদেশ সীমান্তে দুটি মৃতদেহ উদ্ধার। দেহ দুটি উদ্ধার করে কুচলিবাড়ি থানার পুলিশকে হস্তান্তর করল বিএসএফ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, উদ্ধার হওয়া দুটি দেহ সেনা জাওয়ানের। একদিন আগেই সিকিমের হড়পা বানে রুদ্ররূপ নিয়েছিল তিস্তা। তিস্তার গ্রাসে নাস্তানাবুদ গোটা সিকিম। বড় বিপর্যয়ের সাক্ষী থেকে গোটা উত্তরবঙ্গ। তিস্তার দাপটে তছনছ সেনা ঘাঁটি। আর্মির ৪২টি গাড়ি সহ ২৩ জন জওয়ানের নিখোঁজের খবর সামনে এসেছিল আগেই। তাঁদের মধ্যে একজনকে বুধবার বিকালে উদ্ধার করা হয়েছিল। আরও দুজনের দেহ এদিন উদ্ধার করা হয়।
একটি দেহ বাংলাদেশে ভেসে গিয়েছিল বলে খবর। সেখান থেকে ফ্লাগ মিটিংয়ের মাধ্যমে দেহ নিয়ে আসেন বিএসএফ জাওয়ানরা। আরও একটি দেহ উদ্ধার হয় সীমান্ত লাগোয়া ফকতের চরে। দুটি দেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে নিকটবর্তী সেনা ঘাঁটিতে।
এদিকে সরকারি পরিসংখ্যান বলছে, বুধবার রাত পর্যন্ত সিকিম বিপর্যয়ে মৃতের সংখ্যা ছিল ১৪। এদিন আরও ২ জনের দেহ উদ্ধার হয়। নিখোঁজ ৮০ জনের বেশি। জোরদমে উদ্ধার কাজ চালাচ্ছে সেনা, জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। সিকিমেই আটকে রয়েছেন ৩ হাজারের বেশি পর্যটক। আহত হয়েছেন ২৬ জন। এর আগে সিকিম থেকে উদ্ধার হয়েছে ৭টি দেহ, গজলডোবা থেকে উদ্ধার হয়েছে ৩টি দেহ। কংক্রিট ও লোহা মিলিয়ে সিকিমে ভেঙেছে ১৪টি সেতু।