Nishith Pramanik: খুব শিগগিরিই সিএএ বলবৎ হবে, শীতলখুচিতে বার্তা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথের
CAA: পঞ্চায়েত ভোটের আগে ফের নতুন করে সিএএ রাজনীতির চর্চায়। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রক বিজ্ঞপ্তি পেশ করে জানায়, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে গুজরাটে আসা অমুসলিমদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোচবিহার: খুব শিগগিরি সিএএ (CAA) বলবৎ হবে। শুক্রবার শীতলখুচি (Shitalkhuchi) বিধানসভার গোপালপুরে এক দলীয় কর্মসূচিতে গিয়ে এমনই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। একইসঙ্গে তিনি বলেন, খুব তাড়াতাড়ি নতুন ভোর আসবে রাজ্যে। বিজেপি সেই ভোর আনবে। এদিন নিশীথ প্রামাণিক বলেন, “বাংলাদেশ থেকে যাঁরা পালিয়ে এসে ভারতে বসবাস করছেন, তাঁদের নাগরিকত্ব দেওয়ার জন্যই সিএএ পাশ হয়েছে। নাগরিকত্ব নিয়ে বড় ঘোষণা হয়েছে গুজরাটে। এবার হিন্দুদের সিএএ-এর আওতায় নিয়ে এসে ভারতে খুব তাড়াতাড়ি আইন বলবৎ করা হবে।”
এদিনের সভা থেকে নিশীথ প্রামাণিক তোপ দাগেন, এ রাজ্যের শাসকদলের বিরুদ্ধেও। তিনি বলেন, “তৃণমূল যেভাবে সন্ত্রাস চালাচ্ছে তা সকলেই দেখতে পাচ্ছে। বাংলার রাজনৈতিক পরিবেশকে কলুষিত করা হচ্ছে। যুব সমাজের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া হয়েছে। তৃণমূল বিধায়কের মেয়ের নাম এসএসসির প্যানেলের প্রথমে এসে গেল।”
নিশীথের কথায়, “বর্তমান সরকার ঠিকভাবে রাজ্য চালাতে পারছে না। এই সরকারের মেয়াদ শেষ হয়ে আসছে। সুস্থ স্বাভাবিক কোনও প্রশাসক এভাবে রাজ্য চালনা করতে পারে না। শিক্ষিত বেকাররা কলকাতার রাস্তায় বসে ধরনা দিচ্ছেন। ওদিকে পিকনিক হচ্ছে। বামেরা ৩৪ বছর ক্ষমতায় থাকার পরও সরে গিয়েছে। কারণ মানুষ সবথেকে বেশি শক্তিশালী। এখন দেখছি তৃণমূলের চুনোপুঁটি থেকে রাঘব বোয়াল সকলেই কোটিপতি। কী ভাষায় কথা বলছেন নেতারা! কোচবিহার জেলার রাজনৈতিক পরিবেশকে সুস্থ করার জন্য সব দলকে এক হয়ে পরিবেশ সুস্থ করতে হবে।”
পঞ্চায়েত ভোটের আগে ফের নতুন করে সিএএ রাজনীতির চর্চায়। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রক বিজ্ঞপ্তি পেশ করে জানায়, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে গুজরাটে আসা অমুসলিমদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হিন্দু,বৌদ্ধ,শিখ,জৈন, পারসি ও খ্রিস্টানদের ভারতীয় নাগরিকত্ব আইন ১৯৫৫ অনুযায়ী এই নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। নাগরিকত্ব সংক্রান্ত এই বিজ্ঞপ্তি সামনে আসার পরই ফের নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে সিএএ।





