West Bengal Panchayat Elections 2023: ঝড়ের বেগে গুলি, মুড়ি মুড়কির মতো বোমা, নির্দল প্রার্থীর বাড়িতে তাণ্ডব ঘিরে উত্তপ্ত দিনহাটা
Bengal Panchayat Election: এই ঘটনায় ক্ষোভ উগরে দেন এলাকার লোকজন। আলতাফ হোসেন নামে এলাকার এক বাসিন্দার কথায়, ভোট আসবে যাবে। তার জন্য মানুষের নিরাপত্তা যেন কোনওভাবেই বিঘ্নিত না হয়। প্রশাসন তা দেখুক, দাবি এলাকাবাসীর।
কোচবিহার: ভোটের আবহে ফের উত্তপ্ত দিনহাটা। গভীর রাতে গ্রামে ঢুকে বোমাবাজি, গুলির ঝড় তুলল দুষ্কৃতীরা। একাধিক বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগও উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ভোটের মুখে চাঞ্চল্য এলাকায়। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। তাঁদের একটাই আর্জি, পুলিশ নিরাপত্তা দিক। ভোটের জন্য যেন কারও প্রাণহানি না হয় কিংবা অন্যান্য ক্ষতি না হয়। দিনহাটা-১ ব্লকের পুঁটিমারি-১ গ্রামপঞ্চায়েত। তারই খারিজা বালাডাঙা গ্রাম। শুক্রবার রাতে সেখানেই একদল দুষ্কৃতী তাণ্ডব চালায় বলে অভিযোগ। এলাকার এক নির্দল প্রার্থীর বাড়ি-সহ একাধিক জায়গায় চলে হামলা। পরে দিনহাটা থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল ঘুরে দেখে।
এই ঘটনায় ক্ষোভ উগরে দেন এলাকার লোকজন। আলতাফ হোসেন নামে এলাকার এক বাসিন্দার কথায়, ভোট আসবে যাবে। তার জন্য মানুষের নিরাপত্তা যেন কোনওভাবেই বিঘ্নিত না হয়। প্রশাসনের কাছে তাঁর একটাই দাবি, “আমরা শান্তিতে থাকতে চাই। তার ব্যবস্থা করুন।” আলতাফ জানান, শুক্রবার রাতের খাবার খেয়ে তখন শুয়ে পড়েছেন তাঁরা। আচমকাই বাইরে হইহই। গুলি বোমার শব্দে কাঁপছে পাড়া।
আমজাদ হোসেন নামে এক প্রত্যক্ষদর্শীর কথায়, “আমরা নির্দল হিসাবে একটা ছেলেকে দাঁড় করিয়েছি। কাল সকলে কাজকর্ম সেরে ঠিক করেছিলাম পিকনিকের মতো করব। ওই একসঙ্গে ভাত ডাল খাব। সেটাই চলছিল। হঠাৎই কয়েকটা গাড়ি ঢুকল পাড়ায়। শুরু হল বোমাবাজি। আমরা তো ভয়ে খাবার ফেলে পড়ি কী মরি করে ছুটে পালাই।”
এলাকাবাসীর দাবি, ২০টার উপরে বোমা পড়েছে রাতে, চলেছে গুলিও। এরপর শুরু হয় বাড়িতে ভাঙচুর। একাধিক বাড়ির ক্ষতি করে দুষ্কৃতী দল পাড়া ছাড়তেই সেখানে ঢোকে পুলিশের গাড়ি। স্থানীয় বাসিন্দারা জানান, রাতভর পুলিশ পাড়াতেই ছিল। তারা আশ্বস্ত করেছে, এমন ঘটনা আর ঘটবে না।