২ বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ, অশান্ত কোচবিহার
সোমবার শীতলকুচির দিনহাটার এক নম্বর ব্লকের কুঠিয়ালের বস এলাকায় এক বিজেপি কর্মীকে (BJP Worker) বেধড়ক মারধর করা হয়, মৃত্যু হয় তাঁর।
কোচবিহার: একইদিনে দুই বিজেপি কর্মী খুনে উত্তাল হল কোচবিহার। চতুর্থ দফার ভোটে উত্তপ্ত হয়ে উঠেছিল কোচবিহারের শীতলকুচি। চারজনের মৃত্যুতে অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এবার ভোটের ফল প্রকাশের পর সেই শীতলকুচিতে রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় ফের গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক যুবকের। অন্যদিকে পেটলায় এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
সোমবার শীতলকুচির দিনহাটার এক নম্বর ব্লকের কুঠিয়ালের বস এলাকায় এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করা হয়। মারের চোটে মৃত্যু হয় হারাধন রায় (৩০) নামে বিজেপি কর্মীর। মৃতের মায়ের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পিটিয়ে খুন করেছে ছেলেকে।
চতুর্থ দফার ভোটে উত্তপ্ত হয়ে উঠেছিল শীতলকুচি। চারজনের মৃত্যুতে অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এবার ভোটের ফল প্রকাশের পর সেই শীতলকুচিতে ফলাফল পরবর্তী রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় ফের গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক যুবকের। যদিও তাঁর সঙ্গে কোনও রাজনৈতিক দলের সম্পর্ক নেই বলে জানা গিয়েছে।
এদিন দিনভর অশান্তি ছড়িয়েছে শীতলকুচিতে। সরকারি গাড়িতেও আগুন লাগিয়ে দেয় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। একের পর এক বিজেপি কর্মীর বাড়ি লুঠের অভিযোগ উঠেছে। এদিন রাতে অশান্তি ছড়ায় দিনহাটার নয়ারহাটে।
নয়ারহাট গোবরা অঞ্চলের গ্রাম পঞ্চায়েত সদস্য ভারতী নন্দীর বাড়িতে একদল দুষ্কৃতী হামলা চালায়। তাঁর বাড়িঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। জানা গিয়েছে, ভারতী নন্দীর স্বামী বিশ্বজিৎও দীর্ঘদিন ধরেই তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন।
আরও পড়ুন: ফের শীতলকুচিতে চলল গুলি, সংঘর্ষের মাঝে প্রাণ হারালেন এক যুবক
বেশ কয়েক দিন আগে তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায় ৬ তৃণমূল নেতাকে বহিষ্কার করেন। তাঁদের মধ্যে একজন এই বিশ্বজিৎ নন্দী। সব মিলিয়ে কোচবিহার জুড়ে কার্যত রাজনৈতিক সন্ত্রাস চলছে। এই ঘটনায় তৃণমূল ও বিজেপি দুই পক্ষই একে অন্যের উপর দায় চাপাচ্ছে।