‘সরকারে নেই, দরকারে আছি,’ অতিমারিতে পাশে থাকার আশ্বাস বাহাত্তরের অশোকের

করোনা নিয়েও কেন্দ্র ও রাজ্য মানুষের সঙ্গে "ফাজলামি" করছে বলে মন্তব্য করেন অশোক ভট্টাচার্য (Asok Bhttacharya)।

'সরকারে নেই, দরকারে আছি,' অতিমারিতে পাশে থাকার আশ্বাস বাহাত্তরের অশোকের
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Apr 23, 2021 | 8:31 PM

শিলিগুড়ি: ‘সরকারে নেই, তবে দরকারে আছি।’ করোনা (Corona) পরিস্থিতি নিয়ে অভিভাবকহীন পুরসভা প্রসঙ্গে তীব্র কটাক্ষ করলেন বিদায়ী বিধায়ক তথা শিলিগুড়ির সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য (Asok Bhttacharya)। তিনি জানালেন, অতিমারি পরিস্থিতিতে সিলিগুড়িবাসীর পাশেই আছেন তিনি।

করোনার দ্বিতীয় ঢেউয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। বাদ নেই শিলিগুড়িও। শহরে আক্রান্তের পাশাপাশি বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যাও। তার পরেও করোনা নিয়েও কেন্দ্র ও রাজ্য মানুষের সঙ্গে “ফাজলামি” করছে বলে মন্তব্য করেন অশোক। তাঁর দাবি, অতিমারি পরিস্থিতিতেও দুই সরকার রাজনীতি করছে।

শুক্রবার হিলকার্ট রোডের সিপিএমের দলীয় দফতরে সাংবাদিক বৈঠক করেন সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য। শিলিগুড়ির প্রাক্তন পুরপ্রশাসকের অভিযোগ, সঠিক সময়ে নির্বাচন না হওয়ায়  আজ অভিভাবকহীন ভাবে রয়েছেন পুরসভার মানুষ। কোনও কাজ করছে না পুরসভা। শিলিগুড়ি শহর থেকে মহকুমা পরিষদ,পঞ্চায়েত এলাকা সর্বত্রই একই ছবি। অতিমারি পরিস্থিতিতে মানুষের পরিষেবা পেতে অসুবিধা হচ্ছে। তিনি যোগ করেন, বর্তমান কোভিড পরিস্থিতিতে কোনওরকম কার্যকরী উদ্যোগ নিচ্ছে না পুরসভা। আর এর জন্য তৃণমূল সরকারকে নিশানা করেন অশোকবাবু।

অশোকের আক্ষেপ, সঠিক সময়ে ভোট হলে এভাবে অভিভাবকহীন ভাবে থাকতে হত না শিলিগুড়িকে। তিনি বলেন, করোনার জেরে আতঙ্কিত শহরবাসী। অবিলম্বে করোনা রোগীদের সঠিক চিকিৎসা প্রদান-সহ মেডিকেল কলেজ, শহরের বেসরকারি হাসপাতাল ও ইন্ডোর স্টেডিয়ামকে চিকিৎসার কাজে ব্যবহার করা প্রয়োজন। কিন্তু কোনও উদ্যোগই দেখা যাচ্ছে না। এর পর তাঁর মন্তব্য, সরকারে না হলেও দরকারে মানুষের পাশে তিনি সবসময় থাকবেন।

যদিও অশোকবাবুর অভিযোগ মানতে চাননি শিলিগুড়ি পুরসভার আধিকারিকরা। তাঁরা জানান, উদ্ভুত পরিস্থিতিতে এদিনই বৈঠক হয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে, রোগীদের চিকিৎসা পরিষেবা দিতে নানা পদক্ষেপ করা হচ্ছে।

আরও পড়ুন: ‘ওয়াকওভার নয়, খেলেই জিততে চাই’, মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করে তৃণমূলকে তোপ অশোকের 

অন্যদিকে এদিন পিপিই কিট পড়ে শিলিগুড়ি শহরে জনসচেতনতামূলক প্রচারে দেখা গিয়েছে বেশ কিছু সংস্থা ও সংগঠনের সদস্যদের। মাস্ক বিহীন ভাবে ঘুরতে থাকা মানুষদের করজোড়ে মাস্ক ব্যবহারের আবেদন জানান তাঁরা।