BJP: গঙ্গারামপুরে বিজেপির পতাকা লাগানো ঘিরে অশান্তি, থানায় গেলেন সুকান্ত
Gangarampur: গঙ্গারামপুর বালুরঘাট লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এই কেন্দ্র সুকান্ত মজুমদারের। তাঁর অভিযোগ, পুলিশকে জানালেও পুলিশ কোনও ব্যবস্থা নেয় না। শনিবার সন্ধ্যায় গঙ্গারামপুর থানায় যান সুকান্ত মজুমদার। কথা বলেন গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র ও গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্যের সঙ্গে।
দক্ষিণ দিনাজপুর: ভোটপ্রচারকে কেন্দ্র করে উত্তপ্ত হল গঙ্গারামপুর। বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে এলাকা অশান্ত হয়ে ওঠে বলে অভিযোগ। বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় তিনজন বিজেপি কর্মী সমর্থক আহত হন। তাঁদের গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শনিবার সন্ধ্যায় আহত বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করতে হাসপাতালে যান সুকান্ত মজুমদার। কথা বলেন আহতদের সঙ্গে। তাদের পাশে এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
গঙ্গারামপুর বালুরঘাট লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এই কেন্দ্র সুকান্ত মজুমদারের। তাঁর অভিযোগ, পুলিশকে জানালেও পুলিশ কোনও ব্যবস্থা নেয় না। শনিবার সন্ধ্যায় গঙ্গারামপুর থানায় যান সুকান্ত মজুমদার। কথা বলেন গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র ও গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্যের সঙ্গে।
সুকান্ত জানিয়ে আসেন, অপরাধীদের দ্রুত ধরতে হবে। না হলে গঙ্গারামপুর থানা ঘেরাও করবেন বিজেপি কর্মীরা। তবে তৃণমূলের জেলা সহসভাপতি সুভাষ চাকির বক্তব্য, তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। অকারণে রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা করছেন সুকান্ত মজুমদার।