BSF Seized Gold: সন্দেহ ছিলই, বাইক আটকাতেই বেরিয়ে এল লক্ষ লক্ষ টাকার সোনার বিস্কুট

North Bengal Frontier BSF: উদ্ধার হওয়া সোনার বিস্কুটের ওজন ১ কেজি ১৬৫.৪০ গ্রাম। এই বিস্কুটের বাজার মূল্য ৫৭ লক্ষ ৮০ হাজার ৩৮৪ টাকা।

BSF Seized Gold: সন্দেহ ছিলই, বাইক আটকাতেই বেরিয়ে এল লক্ষ লক্ষ টাকার সোনার বিস্কুট
এই সোনার বিস্কুটগুলি উদ্ধার করেছে বিএসএফ। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 06, 2022 | 10:45 PM

দক্ষিণ দিনাজপুর: পাচারের আগেই ভারত বাংলাদেশ সীমান্ত (Border Area) থেকে উদ্ধার করা হল ৫৭ লক্ষ টাকার সোনার বিস্কুট। রবিবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফের ৬১ নম্বর ব্যাটেলিয়ন জওয়ানরা দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলার হিলি থানার অন্তর্গত হাঁড়িপুকুর সীমান্ত থেকে ১০টি সোনার বিস্কুট উদ্ধার করে। এ ছাড়াও একটি মোটর বাইক বাজেয়াপ্ত করেছে বিএসএফ (BSF)। উদ্ধার হওয়া সোনার বিস্কুটের ওজন ১ কেজি ১৬৫.৪০ গ্রাম। এই বিস্কুটের বাজার মূল্য ৫৭ লক্ষ ৮০ হাজার ৩৮৪ টাকা। পাচারের আগে সোনার বিস্কুট উদ্ধার হলেও ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি বিএসএফ। এই সোনা পাচারের সঙ্গে কে বা কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখছে বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

বিএসএফ জানিয়েছে, গোপন সূত্র মারফত খবর পেয়ে ভারত বাংলাদেশ সীমান্তের হিলির হাঁড়িপুকুরে অভিযান চালায় বিএসএফের ৬১ ব্যাটেলিয়নের জওয়ানরা। খবর পেয়ে এলাকায় তল্লাশি চালিয়ে একটি মোটর বাইক আটক করে বিএসএফ। এদিকে বিএসএফ অভিযান চালাতেই মোটর বাইকের মালিক ঘটনাস্থল থেকে চম্পট দেয়। ঘটনার তল্লাশিতে মোটর বাইকের ব্যাটারির ভিতর থেকে ১০টি সোনার বিস্কুট উদ্ধার হয়। বাজারে এই সোনার বিস্কুটের দাম প্রায় ৫৮ লক্ষ টাকা।

এ বিষয়ে বিএসএফের উচ্চপদস্থ এক আধিকারিক জানিয়েছেন, আগাম খবরের সূত্র ধরেই অভিযান চালানো হয় এদিন। তল্লাশিতে মোটর বাইকটি উদ্ধার করা গেলেও চালককে ধরা যায়নি। তদন্তে ব্যাটারি থেকে সোনার বিস্কুট উদ্ধার হয়। মোটরবাইক ও সোনা বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি মোটরবাইকের মালিক জিন্নাত আলি মণ্ডলের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। কেন্দ্রীয় এজেন্সি ডিরেক্টরেট অব রেভেনিউ ইন্টেলিজেন্স বা ডিআরআই বিভাগের হাতে বাজেয়াপ্ত করা সোনা, মোটর বাইক হস্তান্তর করা হবে। পুরো ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত হবে ও মামলা করা হবে।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা