Madhyamik 2023: দেরিতে পৌঁছল মাধ্যমিকের প্রশ্ন, পরীক্ষার্থীদের জন্য বরাদ্দ হল অতিরিক্ত সময়
Balurghat: তবে পরীক্ষা শুরু নির্দিষ্ট সময়ের ১০ মিনিট পর এদিন ভাইওর জালালিয়া হাইস্কুলে পরীক্ষা শুরু হয়। এদিকে বিষয়টি মধ্যশিক্ষা পর্ষদকেও জানানো হয়েছে।
তপন (দক্ষিণ দিনাজপুর): মঙ্গলবার মাধ্যমিকের চতুর্থ পরীক্ষা ছিল। জীবন বিজ্ঞান (Life Science)। তবে এই দিনই সময়মত প্রশ্নপত্র পৌঁছল না দক্ষিণ দিনাজপুর (South dinajpur) জেলার তপন থানার অন্তর্গত ভাইওয়র জালালিয়া হাইস্কুলে। পরে যদিও পরীক্ষার্থীদের অতিরিক্ত সময় বরাদ্দ করা হয়। কিন্তু প্রশ্ন উঠছে কেন দেরিতে পৌঁছল প্রশ্নপত্র?
স্কুল সূত্রে খবর, মঙ্গলবার পরীক্ষার দিন ভুল করে ওই স্কুলে পৌঁছে যায় অন্য বিষয়ের প্রশ্ন। বাক্স খুলতেই বিষয়টি নজরে আসে পরীক্ষক সহ স্কুল কর্তৃপক্ষের। সঙ্গে সঙ্গে সেই প্রশ্নপত্র আবার তপন থানায় নিয়ে আসা হয়। এবং পরীক্ষা শুরু হয়। তবে পরীক্ষা শুরু নির্দিষ্ট সময়ের ১০ মিনিট পর এদিন ভাইওর জালালিয়া হাইস্কুলে পরীক্ষা শুরু হয়। এদিকে বিষয়টি মধ্যশিক্ষা পর্ষদকেও জানানো হয়েছে। স্কুলের তরফ থেকে পরীক্ষার্থীদের জন্য ১০ মিনিট অতিরিক্ত সময় বরাদ্দ করা হয়েছে। যদিও প্রশ্নপত্র শিক্ষার্থীদের মধ্যে বিলি করা হয়নি বলে জানা গিয়েছে।
যদিও জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) মৃন্ময় ঘোষের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে পরে তিনি বলেন, “প্রশ্নপত্র বিভ্রাটের কোনও বিষয় নেই। তবে ওই স্কুলে প্রশ্নপত্র দেরিতে পৌঁছেছে। ওই স্কুলের পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত সময় বরাদ্দ করা হয়েছে। মিস কমিউনিকেশনের জন্য প্রশ্নপত্র পৌঁছাতে দেরি হয়েছে।”