Job Card Holder: দিল্লিতে আন্দোলনে যোগ দেওয়া দক্ষিণ দিনাজপুরে ৫ জন পেলেন বকেয়া টাকা
দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকের উদয়পুর গ্রাম পঞ্চায়েতের ভেলাকুড়ি গ্ৰামে বাসিন্দা জুয়েল হকের হাতে ১০০ দিনের কাজের বকেয়া টাকা বাবদ ৯ হাজার ৫০০ টাকা তুলে দেওয়া হয়। দক্ষিণ দিনাজপুর জেলার মোট ৫ জনকে ১০০ দিনের কাজের বকেয়া টাকা দেওয়া হল তৃণমূলের তরফে।
কুশমণ্ডি: ১০০ দিনের কাজ-সহ কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের টাকা আদালতে দিল্লিতে ধরনা দিয়েছিলেন তৃণমূল নেতৃত্ব। সেই বিক্ষোভে সামিল হয়েছিলেন বাংলার প্রচুর জব কার্ড হোল্ডার। কেন্দ্র টাকা না দিলে ‘বঞ্চিত’দের নিজের পকেট থেকে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ঘোষণা মতো ইতিমধ্যেই জব কার্ড হোল্ডারদের কাছে টাকা পৌঁছে দিচ্ছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডিতে ওই এলাকার পাঁচজন শ্রমিকের বাড়িতে গিয়ে তাদের হাতে ১০০ দিনের বকেয়া প্রাপ্য টাকা তুলে দেওয়া হয়৷ দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারি সভাধিপতি অম্বরীশ সরকার, কুশমণ্ডি ব্লক তৃণমূল সভাপতি কেশব যোশী, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক রীতেশ জোয়ারদার, তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক গোপেন সরকার সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব টাকা তুলে দেন।
দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকের উদয়পুর গ্রাম পঞ্চায়েতের ভেলাকুড়ি গ্ৰামে বাসিন্দা জুয়েল হকের হাতে ১০০ দিনের কাজের বকেয়া টাকা বাবদ ৯ হাজার ৫০০ টাকা তুলে দেওয়া হয়। দক্ষিণ দিনাজপুর জেলার মোট ৫ জনকে ১০০ দিনের কাজের বকেয়া টাকা দেওয়া হল তৃণমূলের তরফে। টাকা পাওয়ার পর জুয়েল হক বলেছেন, “আজ আজ ১০০ দিনের বকেয়া টাকা পেলাম। এই টাকা অনেক কাজে লাগবে।”
এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ সহকারি সভাধিপতি অম্বরীশ সরকার বলেছেন, “গত অক্টোবর মাসের ৩ তারিখে দিল্লিতে ১০০ দিন কাজের টাকা নিয়ে যে আন্দোলন করেছিল তৃণমূল কংগ্রেস, সেখানে যারা আন্দোলনে সামিল হয়েছিল তাদের হাতে ১০০ দিনের টাকা তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কথা মত আজ জেলার ৫ জনের হাতে তাদের প্রাপ্য টাকা তুলে দেওয়া হয়৷”
যদিও এই টাকার উৎস নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে বঙ্গ বিজেপি। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁর দলের সাংসদ-বিধায়করা এক লক্ষ টাকা করে দিয়েছেন। তা থেকেই এই টাকা দেওয়া হচ্ছে জব হোল্ডারদের।