করোনা আক্রান্ত প্রার্থীর মনোনয়ন জমা প্রতিনিধির, পিপিই কিট পরে কিস্কুর বাড়িতে সরকারি আধিকারিক

শুক্রবার রাতে করোনা পরীক্ষা করা হয় কল্পনা কিস্কুর। রিপোর্ট পজেটিভ আসে। সঙ্গে সঙ্গে কোয়ারেন্টাইনে চলে যান তৃণমূল নেত্রী (TMC Candidate)

করোনা আক্রান্ত প্রার্থীর মনোনয়ন জমা প্রতিনিধির, পিপিই কিট পরে কিস্কুর বাড়িতে সরকারি আধিকারিক
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Apr 05, 2021 | 10:39 PM

দক্ষিণ দিনাজপুর: ভোটের মধ্যেই করোনায় আক্রান্ত (Covid Positive) হয়েছেন তৃণমূল প্রার্থী কল্পনা কিস্কু। যার জেরে বেজায় বিপাকে পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন বিধানসভা কেন্দ্রের তৃণমূল (TMC)। এবার তৃণমূলের পক্ষ থেকে মনোনয়ন জমা দেওয়া হয়। সেখানে তাঁর প্রতিনিধি হিসেবে মনোনয়ন জমা দেন আমজাদ মণ্ডল। এদিকে মনোনয়ন জমা দেওয়ার পর জেলা প্রশাসনিক আধিকারিকরা কল্পনা কিস্কুর বোয়ালদারের রাজুয়াতে বাড়িতে। চার জনের সরকারি প্রতিনিধি পিপিই কিট পরে শপথ বাক্য পাঠ করান তাঁকে।

এর পর প্রয়োজনীয় কাগজে সই করেন কল্পনা কিস্ক। এদিকে প্রশাসনের পক্ষ থেকে তৃণমূল প্রার্থীকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যাপারে অনুমতি দেওয়ার কথা ভাবা হচ্ছিল। কিন্তু কল্পনা কিস্কু নিজেই জানালেন পোস্টাল ব্যালটে ভোট দেবেন না তিনি।

প্রসঙ্গত, বেশ কয়েক দিন ধরে তিনি অসুস্থ থাকার পর শুক্রবার রাতে করোনা পরীক্ষা করা হয় কল্পনা কিস্কুর। রিপোর্ট পজেটিভ আসে। সঙ্গে সঙ্গে কোয়ারেন্টাইনে চলে যান কল্পনা। এদিকে নির্বাচনে মুখে প্রার্থীর করোনা হওয়ায় চিন্তায় পড়ে যায় তৃণমূল শিবির।

ভোটের প্রচারে প্রার্থী না থাকলে জনসংযোগে ভাটা পড়তে পারে। এই সমস্যার সমাধান করতে অভিনব পদ্ধতি বেছে নেওয়া হয়েছে। প্রার্থীকে পরিচয় করাতে কাটআউট বানানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা তৃণমূল। তা দিয়ে বিভিন্ন এলাকায় প্রচার চালানো হচ্ছে। আপতত সাত দিন হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে কল্পনা কিস্কুকে। এরপর ফের একবার তাঁর করোনা পরীক্ষা হবে।

আরও পড়ুন: মদন-মহিমা, তৃণমূল প্রার্থীর প্রচারে এবার বলিউড তারকা

সে ক্ষেত্রে কী রিপোর্ট আসে তার উপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। যদিও দক্ষিণ দিনাজপুরে ভোট রয়েছে সপ্তম দফায়। তার আগে প্রার্থীর সুস্থতা কামনা করে তাঁকে ছাড়াই ভোট প্রচার করতে হচ্ছে তৃণমূলকে।