Panchayat Elections 2023: পুনর্নির্বাচনের আগের রাতে মুড়ি-মুড়কির মতো বোমাবাজি, কাঠগড়ায় সেই শাসকদল

West Bengal Panchayat Elections 2023: অভিযোগ, গতকাল রাতে একের পর এক বোমা পড়ে। গ্রামবাসীরা সন্ত্রাসের সেই খবর পুলিশকে জানায়। কিন্তু তারপরও পুলিশ এসে উপস্থিত হয়নি বলে দাবি এলাকাবাসীর।

Panchayat Elections 2023: পুনর্নির্বাচনের আগের রাতে মুড়ি-মুড়কির মতো বোমাবাজি, কাঠগড়ায় সেই শাসকদল
তপনে উত্তেজনাImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 10, 2023 | 9:52 AM

তপন: সোমবার পুনর্নির্বাচন। তবে তার আগের রাতে সন্ত্রাস চালাল দুষ্কৃতীরা। ভোটারদের মধ্যে রীতিমতো ভয়ভীতি তৈরি করতেই রাতভর বোমাবাজি করা হয়েছে বলে দাবি এলাকাবাসীর। দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের দাউদপুরের ঘটনা। গোটা ঘটনায় অভিযোগের আঙুল উঠছে শাসকদলের বিরুদ্ধে।

অভিযোগ, গতকাল রাতে একের পর এক বোমা পড়ে। গ্রামবাসীরা সন্ত্রাসের সেই খবর পুলিশকে জানায়। কিন্তু তারপরও পুলিশ এসে উপস্থিত হয়নি বলে দাবি এলাকাবাসীর। এরপর সোমবার সকালে ওই এলাকায় পুলিশ যেতেই বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা।

উল্লেখ্য, গত ৮ ই জুলাই ভোট লুঠের কারণে তপনের দাউদপুর প্রাথমিক বিদ্যালয়ের ৯৯ নম্বর ৯৯ বুথে আজ আবার ভোট হচ্ছে। ফলত, বুথে পুনরায় ভোট দান প্রক্রিয়া শুরু হলে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি পৌঁছয় পুলিশও। রাতে বোমাবাজির সময় পুলিশি সাহায্য না পাওয়ায় এ দিন আধিকারিকদের দেখতে পেয়েই বিক্ষোভ দেখান বাসিন্দারা।

জানা গিয়েছে, আজ কেন্দ্রীয় বাহিনীর করা নজরদারির মধ্যেই চলছে ভোট। সূত্রের খবর, ভোট কেমন হচ্ছে তা দেখতে কিছুক্ষণ বাদে এই এলাকায় পৌঁছবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।