Snowfall: দার্জিলিং-সিকিমে আবার তুষারপাত! ভাগ্যে থাকলে পেয়ে যাবেন ফ্রেশ স্নো-ফল
Weather Update: এর আগে ডিসেম্বরেও যখন বৃষ্টি হয়েছিল, তখনও সিকিমের বিস্তীর্ণ অঞ্চল থেকে শুরু করে দার্জিলিঙের সান্দাকফু-ফালুট এলাকায় তুষারপাত হয়েছিল। মরশুমের প্রথম তুষারপাতের সাক্ষী থেকেছিল সান্দাকফু। আর এবার বৃষ্টির পূর্বাভাস আসতেই, ফের এক দফা তুষারপাতের অপেক্ষায় পাহাড়।
গ্যাংটক: মাঝ জানুয়ারিতে আবার পশ্চিমীঝঞ্ঝার প্রভাব বাংলায়। উত্তর পার্বত্য হিমালয়েও এর প্রভাব দেখা যাবে। সমতল ও পাহাড়ের বেশ কিছু জায়গায় আগামী সপ্তাহে তিন দিন ধরে বৃষ্টি হবে বাংলায়। পশ্চিমীঝঞ্ঝার জেরে আগামী সপ্তাহে উচ্চ পার্বত্য এলাকাগুলিতে ফ্রেশ স্নো-ফলও হওয়ার সম্ভাবনা রয়েছে। সিকিমের আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী ১৫-১৮ জানুয়ারি সিকিমের উচুঁ পাহাড়ি অঞ্চলগুলিতে নতুন করে তুষারপাত হতে পারে। এর আগে ডিসেম্বরেও যখন বৃষ্টি হয়েছিল, তখনও সিকিমের বিস্তীর্ণ অঞ্চল থেকে শুরু করে দার্জিলিঙের সান্দাকফু-ফালুট এলাকায় তুষারপাত হয়েছিল। মরশুমের প্রথম তুষারপাতের সাক্ষী থেকেছিল সান্দাকফু। আর এবার বৃষ্টির পূর্বাভাস আসতেই, ফের এক দফা তুষারপাতের অপেক্ষায় পাহাড়।
সিকিম ও দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে পর্যটনের উপর। হাড় কাঁপানো শীতের অনুভূতি পেতে অনেকেই এই সময়টায় পাহাড়ে ছোটেন। গত ডিসেম্বরে যখন তুষারপাত শুরু হয়েছিল, তখনও প্রচুর পর্যটকের ভিড় জমে গিয়েছিল পাহাড়ে। ডিসেম্বরে তুষারপাতের সময় সিকিমে গিয়ে আটকে পড়েছিলেন বহু পর্যটক। পূর্ব সিকিমের উচ্চ পার্বত্য এলাকায় প্রায় ৮০০-র বেশি পর্যটক আটকে পড়েছিলেন তুষারপাতের কবলে। শেষ পর্যন্ত ভারতীয় সেনার জওয়ানরা তাঁদের উদ্ধার করেছিলেন। স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিল পর্যটকদের নিয়ে প্রায় ৪০০-র বেশি গাড়ি সেই সময় আটকে পড়েছিল সিকিমের বিভিন্ন প্রান্তে।
উল্লেখ্য, সিকিমের বিভিন্ন জায়গায় বিশেষ করে উঁচু পার্বত্য এলাকাগুলিতে ব্যাপক তুষারপাতের সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই আবহাওয়া থাকবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি নামতে পারে। সেক্ষেত্রে বরাত ভাল থাকলে আপনি পেয়ে যেতে পারেন ফ্রেশ স্নো ফলও।