Siliguri: জবরদখলে ধুঁকছে শিলিগুড়ির দুই ফুসফুস, পার্থ-গৌতম আসতেই ভোটব্যাঙ্ক তুলে খোঁচা বিজেপির

Siliguri: এদিন এলাকায় পরিদর্শন করতে এসেছিলেন মেয়র গৌতম দেব ও সেচমন্ত্রী পার্থ ভৌমিক। কিন্তু, পরিস্থিতি দেখে চোখ কপালে উঠে যায় সকলেরই। দেখলেন আস্ত নদীকেই গিলে খাচ্ছে ঘরবাড়ি। দখল হতে হতে নদী কার্যত বহু এলাকায় নালার রূপ নিয়েছে।

Siliguri: জবরদখলে ধুঁকছে শিলিগুড়ির দুই ফুসফুস, পার্থ-গৌতম আসতেই ভোটব্যাঙ্ক তুলে খোঁচা বিজেপির
পরিদর্শনে মন্ত্রী-মেয়র Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 17, 2024 | 6:15 PM

শিলিগুড়ি: দখলের কেরামতি। বাড়ির মাঝখান দিয়েই বইছে নদী, শিলিগুড়ির ফুসফুস দুই নদীর পরিস্থিতি দেখতে এলাকায় মেয়র ও মন্ত্রী। এড়ালেন দখলের প্রসঙ্গ। সরব বিজেপি বিধায়ক। শিলিগুড়ি (Siliguri) শহরের ফুসফুস দুই নদী। জোড়াপানি ও ফুলেশ্বরী। এই দুই নদীকে সংস্কার করতেই উদ্যোগ নিচ্ছে সেচ দফতর। সেই লক্ষ্যে এদিন এলাকায় পরিদর্শন করতে এসেছিলেন মেয়র গৌতম দেব ও সেচমন্ত্রী পার্থ ভৌমিক। কিন্তু, পরিস্থিতি দেখে চোখ কপালে উঠে যায় সকলেরই। দেখলেন আস্ত নদীকেই গিলে খাচ্ছে ঘরবাড়ি। দখল হতে হতে নদী কার্যত বহু এলাকায় নালার রূপ নিয়েছে। একদিকে নদী দখল করে অবাধে গড়ে উঠেছে ঘরবাড়ি। অন্যদিকে দুই নদীই চলে গিয়েছে দূষণের গ্রাসে। অবস্থা দেখে রীতিমতো উদ্বেগ প্রকাশ করতে দেখা গেল মেয়র-মন্ত্রীকে। 

মেয়র গৌতম দেব স্পষ্ট বলেন, ভয়াবহ পরিস্থিতি। দূষণে জেরবার দুই নদী। পলি উঠিয়ে নদীর চলার পথকে আমরা মসৃণ করব। সৌন্দর্যায়ন হবে নদীর পাড়ে। কিন্তু, দখলের প্রসঙ্গ অবশ্য সযত্নে এড়িয়েছেন তিনি। অন্যদিকে সেচমন্ত্রী পার্থ ভৌমিক বলেন, প্রকল্প হাতে নেওয়া হবে। নদীগুলিকে সাজিয়ে তোলা হবে। তবে তিনিও অবৈধ দখল নিয়ে মুখ খোলেননি। খোঁচা দিতে ছাড়েনি পদ্ম শিবির। ফুঁসছেন বিজেপি নেতারা।

বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের দাবি, শাসকের নির্দেশেই নদী দখল করে ভোটব্যাঙ্ক বসানো হয়েছে এলাকায়। তাই ওরা মুখ খোলেননি। তাছাড়া এর আগেও এই দুই নদী সংস্কারের নামে দুর্নীতি হয়েছে। শিলিগুড়ির মানুষ সবটাই জানেন।