Sikkim: টিকিট কাটা আছে? ব্যাগ গুছিয়ে ফেলুন, খুলে যাচ্ছে NH10
Sikkim: সিকিম প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, আপাতত ওয়ান ওয়ে রাস্তা চালু হবে। পুজোর মুখে রাস্তা খোলায় উচ্ছ্বসিত পর্যটকরাও। এই রাস্তা খুলে গেলে সিকিম ও কালিম্পং খুব সহজেই যাতায়াত করা যাবে।
শিলিগুড়ি: ভয়ঙ্কর বিপর্যয়ের দুঃসহ স্মৃতি ধীরে ধীরে কাটিয়ে উঠছে উত্তর সিকিম। লোনক হ্রদ ফেটে হুড়মুড়িয়ে জল নেমে আসে। তাতে ধ্বংসলীলা চালায় তিস্তাও। ভেঙে পড়ে ১০ নম্বর জাতীয় সড়ক। গোটা দেশের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে উত্তর সিকিম। তারপর কেটেছে বেশ কয়েকটা দিন। শান্ত হয়েছে তিস্তা। ছন্দে ফেরার চেষ্টা করছে সিকিমের জীবন। সিকিম প্রশাসন তৎপরতার সঙ্গে কাজ করেছে। আগামী ১৯ অক্টোবর ফের খুলে যাচ্ছে সিকিমগামী জাতীয় সড়ক NH10। তিস্তার ধ্বংসলীলায় কার্যত গেইলখোলার কাছে ধসে গিয়েছিল রাস্তা। নদীগর্ভে চলে যায় সম্পূর্ণ রাস্তাটাই। পাহাড় কেটে এলাকায় ফের রাস্তা তৈরির কাজ এখন জোরকদমে চলছে। এছাড়া যেসব ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেগুলিও মেরামতি সম্পন্ন হয়েছে।
সিকিম প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, আপাতত ওয়ান ওয়ে রাস্তা চালু হবে। পুজোর মুখে রাস্তা খোলায় উচ্ছ্বসিত পর্যটকরাও। এই রাস্তা খুলে গেলে সিকিম ও কালিম্পং খুব সহজেই যাতায়াত করা যাবে। এখন সেখানে পর্যটকদের পায়ের ধূলো কবে পড়বে, তা বলা কঠিন। তবে প্রশাসনের তৎপরতায় আশায় বুক বাঁধছেন সেখানকার মানুষ।
চলতি মাসের শুরুতেই উত্তর সিকিমের লোনক হ্রদ ফেটে বিপর্যয় হয়। ভেঙে গিয়েছে সিকিমের চুংথাম বাঁধ। অস্বাভাবিক জল বেড়ে যায় তিস্তায়। তিস্তা দু’কূল ছাপিয়ে এগোতে থাকে। সেনা ছাউনি ভাসিয়ে নিয়ে যায়। সিকিম প্রশাসন তৎপরতার সঙ্গে কাজ করে।
১৭ সেপ্টেম্বর থেকেই নাথু লা ও সোমগো লেক খুলে দেওয়া হয়েছে সকলের জন্য। গ্যাংটক থেকে ৫৩ কিলোমিটার দূরে নাথু লা ও ৪০ কিলোমিটার দূরে সোমগো লেক। পুজোর মুখেই পর্যটকদের কথা মাথায় রেখেই তৎপরতার সঙ্গে জাতীয় সড়়কও মেরামতি করে প্রশাসন। তবে প্রশাসন সূত্রেই খবর, দক্ষিণ ও পশ্চিম সিকিম এখন বেড়াতে যাওয়ার জন্য নিরাপদ। নামচি, কালুক, রাবাংলা, রিনচেনপং পর্যটককেন্দ্রগুলি এখন খুলে দেওয়া হয়েছে।