Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP MLA: ওভারব্রিজ তৈরিতে সায় দিচ্ছে না রাজ্য, শিলিগুড়িতে ধরনায় ক্ষুব্ধ বিজেপি বিধায়ক

BJP MLA: স্থানীয় বিধায়ক শিখা চ্যাটার্জির দাবি, গত জানুয়ারিতে ওভারব্রিজ করতে চেয়ে রাজ্যের NOC চেয়েছিল রেল। কিন্তু, গত এক বছরে তা মেলেনি। তারই প্রতিবাদে তিনি আজ ধরনায় বসেছেন। বিধায়কের অভিযোগ, এলাকায় বিজেপির বাড়বাড়ন্ত বলেই কেন্দ্রের প্রকল্পে সায় দিচ্ছে না রাজ্য।

BJP MLA: ওভারব্রিজ তৈরিতে সায় দিচ্ছে না রাজ্য, শিলিগুড়িতে ধরনায় ক্ষুব্ধ বিজেপি বিধায়ক
ধরনায় বিধায়ক Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 20, 2023 | 2:13 PM

শিলিগুড়ি: রেল প্রকল্পে NOC দিচ্ছে না রেল। তারফলে এগোচ্ছে না প্রকল্পের কাজ। এরই প্রতিবাদে এবার ধরনায় বসলেন বিজেপি বিধায়ক। ঘটনায় জোর চর্চা শিলিগুড়ির রাজনৈতিক মহলে। শিলিগুড়ি শহরের ইস্টার্ন বাইপাস অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। পরিসংখ্যান বলছে, এই রাস্তায় প্রতিদিন তিরিশ হাজারের বেশি গাড়ি চলাচল করে। চলে দূরপাল্লার ট্রাকও। এই রাস্তার ওপরেই রয়েছে ঠাকুরনগর রেলগেট। এনজেপি থেকে উত্তর-পূর্ব সীমান্ত রেলের যাবতীয় ট্রেন চলে এই রেলপথেই। ফলে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা বন্ধ থাকে রেলগেট। ভোগান্তির শিকার হয় আমজনতা। 

স্থানীয় বিধায়ক শিখা চ্যাটার্জির দাবি, গত জানুয়ারিতে ওভারব্রিজ করতে চেয়ে রাজ্যের NOC চেয়েছিল রেল। কিন্তু, গত এক বছরে তা মেলেনি। তারই প্রতিবাদে তিনি আজ ধরনায় বসেছেন। বিধায়কের অভিযোগ, এলাকায় বিজেপির বাড়বাড়ন্ত বলেই কেন্দ্রের প্রকল্পে সায় দিচ্ছে না রাজ্য। যদিও বিজেপির দাবি মানতে নারাজ শাসকদল তৃণমূল কংগ্রেস। কিন্তু এনওসি-র বিষয়ে তাঁদের জানা নেই বলে জানাচ্ছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের ব্লক সভাপতি সুধা সিংহ বলেন, NOC না দেওয়ার কোনও কারণ নেই। ওই রাস্তা আমরাও ভোগান্তির জেরে এড়িয়ে চলি। কিন্তু রেল প্রকল্পের NOC চেয়ে কোথায় চিঠি দিয়েছে তা জানা নেই। 

এদিকে এই টানাপোড়েনে ক্ষোভ বাড়ছে আম-আদমির মধ্যে। ক্ষোভের বাতাবরণ এলাকায়। কেন উন্নয়নের প্রশ্নে অহেতুক রাজনীতি হচ্ছে সেই প্রশ্নও উঠেছে নাগরিক মহলে। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের দাবি, রোজ ভুগতে হয় এই রাস্তায়। রেলের উচিত দ্রুত আন্ডারপাস বা ওভারব্রিজ করা। কিন্তু রাজ্য-কেন্দ্র টানাটানির জেরে কাজ হচ্ছে না। উন্নয়নের কাজে এই রাজনীতি উচিত নয়।