Panchayat Election 2023: জঙ্গলমহলে কি জোর টক্কর চলবে? জেনে নিন কোন দলে কত মনোনয়ন জমা পড়ল

Panchayat Election 2023: ৮ জুলাই রাজ্যে এক দফায় হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যেই শেষ হয়েছে মনোনয়ন জমার কাজ। ২০ জুন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

Panchayat Election 2023: জঙ্গলমহলে কি জোর টক্কর চলবে? জেনে নিন কোন দলে কত মনোনয়ন জমা পড়ল
কোথায় কত মনোনয়ন জমা পড়ল দেখে নিন
Follow Us:
| Updated on: Jun 19, 2023 | 8:07 PM

কলকাতা: হাতে আর মাত্র কটা দিন। ইতিমধ্যেই বেজে গিয়েছে পঞ্চায়েত ভোটের রণদামামা। এদিকে মনোনয়ন পর্বের শুরু থেকে বাংলার নানা প্রান্তে ঝরেছে রক্ত। গোঁজ আর নির্দল প্রার্থীদের দাপাদাপিতে অস্বস্তি বেড়েছে শাসক তৃণমূলের (Trinamool Congress)। অন্যদিকে পিছিয়ে নেই বিরোধীরা। শাসকের চোখে চোখ রেখে চলেছে মনোনয়ন জমার কাজ। একনজরে দেখে নেওয়া যায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) জঙ্গলমহলে কোথায় কত মনোনয় জমা পড়ল। 

নজরে বাঁকুড়া

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের বাঁকুড়া জেলার মনোনয়ন পরিসংখ্যান বলছে বাঁকুড়া জেলায় ১৯০ টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। মোট আসন ৩১২৯টি। গ্রাম পঞ্চায়েত মোট মনোনয়ন জমা হয়েছে ৮৮৫৫ টি। এরমধ্যে বিজেপি ২৬৩১। সিপিআইএম ২১২৬। কংগ্রেস ৯৫। তৃণমূল ৩৩৫৫। ফরওয়ার্ড ব্লক ২৮। সিপিআই ৫। আর এস পি ৪৭। নির্দল ৪৫২। অন্যান্য ১১৩। পাশাপাশি ২২টি পঞ্চায়েত সমিতিতে মোট আসন সংখ্যা ৫৬১। পঞ্চায়েত সমিতিতে মনোনয়ন হয়েছে ১৯২০ টি। বিজেপি ৬০৯। সিপিআইএম ৪৩৯, কংগ্রেস ৪০, তৃণমূল ৬৫৯, ফরওয়ার্ড ব্লক ১১, সিপিআই ২, নির্দল ১১৩। বাঁকুড়া জেলা পরিষদে মোট আসন ৫৬। মোট মনোনয়ন জমা হয়েছে ২৮৩ টি। এর মধ্যে বিজেপি ৭২। সিপিআইএম ৫৪। কংগ্রেস ৪৫, তৃণমূল ৬৪ ফরওয়ার্ড ব্লক ২, সিপিআই ২, আরএসপি ৩, অন্যান্য ২৩, নির্দল ১৮। 

নজরে ঝাড়গ্রাম 

ঝাড়গ্রামে ৭৯ টি গ্রাম পঞ্চায়েতে আসন সংখ্যা ১০০৭টি। মোট ৩২৯৩টি মনোনয়ন জমা পড়েছে। এরমধ্যে বিজেপির তরফে ৯৯০ মনোনয়ন জমা পড়েছে। সিপিএম ৪৩৩। তৃণমূল ১৩২২। কংগ্রেস ২২। নির্দল ৪৭০। পঞ্চায়েত সমিতিতে মোট ৮৩৭টি মনোনয়ন জমা পড়েছে। এরমধ্যে বিজেপি দিয়েছে ২৪১টি মনোনয়ন। সিপিআইএম ১৩৩। কংগ্রেস ১১। নির্দল ১০৪। জেলা পরিষদে ১১৭টি মনোনয়ন জমা পড়েছে। তারমধ্যে বিজেপি ২৪। সিপিআইএম ১৯। কংগ্রেস ১০। তৃণমূল ৩১। নির্দল ১৮। 

নজরে পুরুলিয়া

পুরুলিয়ায় গ্রাম পঞ্চায়েতে মোট আসন ২৪৭৬। এরমধ্যে বিজেপির তরফে মনোনয়ন জমা পড়েছে ২৭৩৮। তৃণমূল ২৯৩৫। সিপিআইএম ১৬৮৭। কংগ্রেস ৭৪৪। পঞ্চায়েত সমিতিতে মোট আসন ৪৯৬। বিজেপির তরফে মনোনয়ন জমা পড়েছে ৬৫১টি। সিপিআইএম ৪১৬, কংগ্রেস ২১২, তৃণমূল ৬৬০। জেলা পরিষদে মোট আসনের সংখ্যা ৪৫টি। সিপিআইএমের তরফে ৪৪টি মনোনয়ন জমা পড়েছে। কংগ্রেসের তরফে ৪৬টি, তৃণমূলের তরফে ৭৩টি, বিজেপির তরফে ৫১টি। 

নজরে পশ্চিম মেদিনীপুর 

পশ্চিম মেদিনীপুর জেলায় গ্রাম পঞ্চায়েতের ৩৮৮১ টি আসনে জমা পড়েছে ১০৬৭৪টি। তার মধ্যে তৃণমূলের ৪২৮৫, বিজেপি ৩১৬২, সিপিএম ২৩৯৮, কংগ্রেস ১২৮, ফরোয়ার্ড ব্লক ৪, নির্দল ৪৪৮, অন্যান্য ২৪৯টি মনোনয়ন জমা পড়েছে। পঞ্চায়েত সমিতিতে ৬৩১টি আসনে ২০৩৮টি মনোনয়ন জমা পড়েছে। তারমধ্যে তৃণমূল ৭৬৫, বিজেপি ৫৮৬, সিপিএম ৪৯৪, কংগ্রেস ৫২, ফরোয়ার্ড ব্লক ১, নির্দল ৬১, বিএসপি ১, অন্যান্য ৭৮টি। জেলা পরিষদে ৬০টি আসনে মনোনয়ন জমা পড়েছে ২৮৭টি, তারমধ্যে তৃণমূল ৬৪, বিজেপি ৬৩, সিপিএম ৫৭, কংগ্রেস ৫০, ফরোয়ার্ড ব্লক ৩,  বিএসপি ১, নির্দল ৮, অন্যান্য ৪১টি।