CV Ananda Bose: বর্ধমান মেডিক্যালে রাজ্যপাল বোস, কথা বললেন আহতদের সঙ্গে
Burdwan: এদিন বর্ধমান স্টেশনে দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের সঙ্গে দেখা করেন মন্ত্রী স্বপন দেবনাথ। বিকালের পর সেখানে যান তিনি। আহতদের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। নিহতদের পরিবারকে দেওয়া হয় ২ লক্ষ টাকা করে।
পূর্ব বর্ধমান: বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার বর্ধমান স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে থাকা জলের ট্যাঙ্ক হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়। জখম হন ৩৭ জন। সকলকেই বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করানো হয়। এদিন তাঁদের সঙ্গে দেখা করতে যান রাজ্যপাল। এরপর যান বর্ধমান স্টেশনে। ঘটনাস্থল ঘুরে দেখেন। কথা বলেন রেলের আধিকারিকদের সঙ্গে।
যে ওয়ার্ডে জখমদের রাখা হয়েছে, হাসপাতালে পৌঁছে সোজা সেখানে চলে যান। রোগীদের বেডের সামনে গিয়ে তাঁদের পরিস্থিতি দেখেন। কথা বলেন চিকিৎসকদের সঙ্গেও। সেখানে একাধিক জখমের পরিবারের সদস্যও ছিলেন। তাঁদের সঙ্গেও কথা বলেন। জানতে চান, কোথা থেকে এসেছেন, কী কাজ করেন ইত্যাদি। জখমদের অনেকেই হকারি করেন।
রাজ্যপাল বোস বলেন, “এটা দুর্ভাগ্যজনক ঘটনা। সব বিপন্ন পরিবারের জন্য ব্যবস্থা করা হবে। আমি আহতদের দেখে গেলাম। তাঁরা কেমন আছেন, কী প্রয়োজন কথা বললাম। কিছু আর্থিক সাহায্য করা হয়েছে। রাজভবন এই বিষয়ে ইতিবাচক ভূমিকাই নেবে।” এরমধ্যে একটি শিশুর পরিবারকে মাসে ৫ হাজার টাকা করে দেওয়া হবে। তার পড়াশোনার জন্য প্রতি মাসে রাজভবন এক বছরের জন্য এই টাকা দেবে। বারবার বর্ধমান স্টেশনে দুর্ঘটনা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে রাজ্যপাল বলেন, “এখন দুর্গতদের সাহায্য করার সময়। যে কোন দুর্ঘটনারই কোনও কারণ থাকে।”
অন্যদিকে এদিন বর্ধমান স্টেশনে দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের সঙ্গে দেখা করেন মন্ত্রী স্বপন দেবনাথ। বিকালের পর সেখানে যান তিনি। রাজ্যের তরফে আহতদের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। নিহতদের পরিবারকে দেওয়া হয় ২ লক্ষ টাকা করে।
বর্ধমান স্টেশনে দুর্ঘটনায় মৃত ও আহতদের রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য করা হল। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বৃহস্পতিবার সন্ধ্যায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। সেখানে তিনি হাসপাতালে আহতদের পরিবারের হাতে ৫০ হাজার টাকা তুলে দেন। পাশাপাশি দুর্ঘটনায় মৃতদের পরিবারের হাতে ২ লক্ষ টাকার চেক তুলে দেন মন্ত্রী স্বপন দেবনাথ। মন্ত্রী জানান, ৩৪ জন আহতের হাতে চেক তুলে দেওয়া হয়েছে।