আমি আপনাদের পাহারাদার, দশ বছর ধরে আমিই পাহারা দিয়েছি: জ্যোতিপ্রিয়
এ দিনের সভায়, জ্যোতিপ্রিয়র বক্তব্যে ‘উন্নয়নের কাণ্ডারী’ ছিলেন মহিলারা। নিজের বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত মহিলাদেরকেই জোটবদ্ধ হওয়ার বার্তা দেন তৃণমূল নেতা
মতুয়াদের মন পেতে সভা-সমিতি-মিটিং-মিছিল বাকি রাখেনি কোনও পক্ষই। দ্বিতীয় দফার নির্বাচনের আগে মতুয়াদের সঙ্গেই প্রচারের কাজ সারলেন রাজ্যের খাদ্য সরবরাহ মন্ত্রী (Cabinet Minister) তথা হাবড়ার বিদায়ী বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। মঙ্গলবার সন্ধ্যায় জ্যোতিপ্রিয় পৃথিবাতে গিয়ে মতুয়াদের সঙ্গে ঢোল বাজিয়ে প্রচারে নামলেন। হাবড়ার তৃণমূল স্তরের কর্মীদের নিয়ে কর্মীসভা সারলেন বিদায়ী বিধায়ক।
এ দিনের সভায়, জ্যোতিপ্রিয়র বক্তব্যে ‘উন্নয়নের কাণ্ডারী’ ছিলেন মহিলারা। নিজের বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত মহিলাদেরকেই জোটবদ্ধ হওয়ার বার্তা দেন জ্যোতিপ্রিয় (Jyotipriya Mallick)। তিনি বলেন, ‘সভায় যে মায়েরা উপস্থিত আছেন, তাঁদের বলছি, আপনাদের সুরক্ষা আর সুবিধা দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ির মেয়েদের জন্য কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, সবুজসাথী, রূপশ্রী কতকিছু প্রকল্প তৈরি হয়েছে। বিজেপি ক্ষমতায় এলে এ সব কিন্তু আর থাকবে না।’
নাম না করে গেরুয়া শিবিরকে নিশানা করে তিনি আরও বলেন, ‘ওরা বাংলায় এলে মা-বোনেরা আর সুরক্ষিত থাকবেন না। ওদের কাছে নারী হল ভোগ্যবস্তু। উত্তর প্রদেশে, গুজরাটে মেয়েরা সুরক্ষিত নয়। অথচ আমি বলি, আমি একজন মহিলার জন্য জন্মেছি। তিনি আমার মা। সকল মহিলার মধ্যেই আমি মাকে দেখি। আপনারা গত দশ বছরে যতটা শান্তিতে ছিলেন কথা দিচ্ছি আগামী দিনেও সেই শান্তি বজায় থাকবে। চিন্তা করবেন না মায়েরা, আমি আপনাদের পাহারাদার। গত দশ বছর ধরে আমি আপনাদের পাহারা দিয়েছি।’
বুধবার সকাল ১০ টা নাগাদ বারাসাতের কাছারি ময়দানে জেলা শাসকের কার্যালয়ে নিজের মনোনয়ন পত্র জমা দেন বিদায়ী বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। তারপর সেখানে একটি পথসভাও করেন তিনি।
আরও পড়ুন: বাংলায় মমতাই মুখ, কেউ মোকাবিলা করতে পারবে না: ফিরহাদ