Hooghly: ১৪ বার সন্দেহজনক লেনদেন এটিএমে, এরইমধ্যে সিসিটিভিতে আরেক দৃশ্য…

Hooghly: চুঁচুড়ার চকবাজারের হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ। সোমবার তা বন্ধ ছিল। মঙ্গলবার সকালে ব্যাঙ্ক খোলে। এদিকে এই ব্যাঙ্কের পাশেই রয়েছে একটি এটিএম। ব্যাঙ্ক কর্মী অলোক পাল ব্যাঙ্কের সিসিক্যামেরায় দেখেন, এক যুবক এটিএমের ভিতরে আছেন। সন্দেহজনক আচরণ তাঁর।

Hooghly: ১৪ বার সন্দেহজনক লেনদেন এটিএমে, এরইমধ্যে সিসিটিভিতে আরেক দৃশ্য...
গ্রেফতার করা হয়েছে একজনকে। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 26, 2023 | 2:10 PM

হুগলি: এটিএমে ১৪ বার সন্দেহজনক লেনদেন। সিসিটিভির ফুটেজ দেখে উত্তর প্রদেশের এক যুবককে আটক করল পুলিশ। হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের দু’টি এটিএমে দু’দিনে ১৪ বার সন্দেহজনক লেনদেন হয় বলে অভিযোগ। এদিকে সোমবার পুলিশ এসে এটিএমের ভিতর সন্দেহভাজন একজনকে দেখতে পায়। তাঁকেই পাকড়াও করা হয়। চুঁচুড়া থানার তদন্তকারী অফিসার জানিয়েছেন, অভিযুক্ত সোনু কুমারকে গ্রেফতার করা হয়েছে। চুঁচুড়া আদালতে পেশ করা হবে বুধবার।

চুঁচুড়ার চকবাজারের হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ। সোমবার তা বন্ধ ছিল। মঙ্গলবার সকালে ব্যাঙ্ক খোলে। এদিকে এই ব্যাঙ্কের পাশেই রয়েছে একটি এটিএম। ব্যাঙ্ক কর্মী অলোক পাল ব্যাঙ্কের সিসিক্যামেরায় দেখেন, এক যুবক এটিএমের ভিতরে আছেন। সন্দেহজনক আচরণ তাঁর। বিষয়টি ব্যাঙ্কের অন্য কর্মীদের জানান। এরপরই নিরাপত্তারক্ষীরা এসে ওই যুবককে ধরে ফেলেন। চুঁচুড়া থানায় জানানো হয়। এরপরই পুলিশ গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে।

এক ব্যাঙ্ক কর্মীর অভিযোগ, তাঁদের এটিএম যে এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ, তারা জানায়, দু’দিনে ১৪ বার সন্দেহজনক লেনদেন হয়েছে দু’টি এটিএম থেকে। একটি চকবাজারে, আরেকটি ফুলপুকুর শাখায়। ব্যাঙ্ক ম্যানেজার সুরঞ্জন হালদারের বক্তব্য, দু’দিনে লক্ষাধিক টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। মঙ্গলবার একজন সন্দেহভাজনকে হাতেনাতে ধরে পুলিশে দেওয়া হয়েছে। পুলিশ দেখুক রহস্য কী? অভিযুক্ত যুবক জানিয়েছেন, তাঁর নাম সোনু কুমার। তিনি জানান, চুঁচুড়ায় এসেছিলেন এক বন্ধুর সঙ্গে দেখা করতে। বোনের কার্ড নিয়ে এদিন টাকা তুলতে গিয়েছিলেন এটিএমে। তবে সোনুর বক্তব্যে যথেষ্ট অসঙ্গতি থাকায় পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়।