VIDEO: মিমিক্রি বিতর্কের মাঝেই দু-হাত তুলে ‘জিঙ্গল বেল’-এ নাচ সাংসদ কল্যাণের

kalyan Banerjee dance: সম্প্রতি সংসদ চত্বরে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের মিমিক্রি করার অভিযোগ ওঠে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সম্প্রতি একটি সভায় সাংসদ দাবি করেন যে তিনি কিছু ভুল করেননি। মিমিক্রিকে সাংবিধানিক অধিকার বলেও দাবি করেন কল্যাণ।

Follow Us:
| Edited By: | Updated on: Dec 25, 2023 | 5:59 PM

শ্রীরামপুর: মিমিক্রি বিতর্কে এখন রাজনৈতিক মহলে চর্চার শীর্ষে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সংসদ চত্বরে তাঁর অঙ্গভঙ্গী নিয়ে যখন বিতর্ক তুঙ্গে তখন সাংসদের দাবি তিনি কিছু ভুল করেননি। বিতর্কের মাঝেও নতুন করে আক্রমণাত্মক হতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু বড়দিনে সে সব থেকে দূরে একেবারে ভিন্ন মেজাজে দেখা গেল শ্রীরামপুরের সাংসদকে। সব বিতর্ক থেকে কার্যত দূরে গিয়ে নাচতে দেখা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। সোমবার বড়দিন উপলক্ষে শিশুদের সঙ্গে মিশে গেলেন তিনি। জিঙ্গল বেল-এর সঙ্গে তাল মেলালেন তিনি।

সোমবার শ্রীরামপুর চার্চের সামনে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানেই দেখা গিয়েছে, কচিকাঁচাদের সঙ্গে হাতে হাতে কেক, লজেন্স দিচ্ছেন তিনি। পাশে তখন বাজছে জিঙ্গল বেল। শিশুদের সঙ্গে হাততালি দিয়ে নেচে নেন কল্যাণ। বাংলার মাটি, বাংলার জন- গানটিও গাইতে শোনা যায় তাঁকে।

সম্প্রতি সংসদ চত্বরে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের মিমিক্রি করার অভিযোগ ওঠে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সম্প্রতি একটি সভায় সাংসদ দাবি করেন যে তিনি কিছু ভুল করেননি। মিমিক্রিকে সাংবিধানিক অধিকার বলেও এ দিন দাবি করেছেন কল্যাণ। এরপরই তাঁর চ্যালেঞ্জ, “এক বার করেছি। দরকারে হাজার বার করব। আমাকে জেলে দিতে পারেন। খুন করতে পারেন। কিন্তু লড়াই থামবে না।”