Hooghly: হিমঘরে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ১
Hooghly: এলাকার মানুষের শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হচ্ছে পাশাপাশি চোখ জ্বালা করছে অনেকেরই। এলাকার মানুষ বাড়ি থেকে বেরিয়ে দূরে চলে যাচ্ছেন।
হুগলি: হিমঘরে অ্যামোনিয়া গ্যাস লিক। যার জেরে ব্যাপক আতঙ্ক ছড়াল এলাকায়। হুগলির ধনিয়াখালীর দশঘড়া এলাকার ঘটনা । গ্যাসের জেরে অসুস্থ একজন। জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যে নাগাদ ধনিয়াখালির দশঘড়া রতন কোল্ড স্টোরে অ্যামোনিয়া গ্যাস লিক করে যান্ত্রিক ত্রুটির কারণে। গ্যাসের তীব্রতা প্রায় এক কিমি দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। যার ফলে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এলাকার মানুষের শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হচ্ছে পাশাপাশি চোখ জ্বালা করছে অনেকেরই। এলাকার মানুষ বাড়ি থেকে বেরিয়ে দূরে চলে যাচ্ছেন। শেষ পাওয়া খবর অনুযায়ী গ্যাসের তীব্রতায় অসুস্থ হয়ে পড়েন একজন। তাঁকে ধনিয়াখালী গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এলাকায় পৌঁছছে ধনিয়াখালী থানার পুলিশ ও দমকল বাহিনী। ইতিমধ্যেই এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান স্থানীয় পঞ্চায়েত পঞ্চায়েত প্রধান। স্থানীয় একটি স্কুল ঘরে তাঁদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। স্থানীয় পঞ্চায়েত প্রধান সঞ্জয় আহেরী বলেন, “শুনলাম যে গ্যাস লিক হয়েছে। যার জেরে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। তাই অনেককে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আমরা মানুষের পাশেই আছি। তাই জন সাধারনের ভয়ের কিছু নেই।”