Duare Daktar: ‘দুয়ারে ডাক্তারে’ রোগীর লাইন, ডাক্তারবাবু কোথায়? TV9 বাংলায় ধরা পড়ল যে দৃশ্য…

Goghat: সকাল ১০টা থেকে টিকিট নিয়ে অপেক্ষা করছেন রোগীরা। রোগীদের ভিড় রয়েছে। পরিষেবা দিয়ে যাচ্ছেন আশাকর্মী থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা।

Duare Daktar: 'দুয়ারে ডাক্তারে' রোগীর লাইন, ডাক্তারবাবু কোথায়? TV9 বাংলায় ধরা পড়ল যে দৃশ্য...
গোঘাটে দুয়ারে ডাক্তার
Follow Us:
| Edited By: | Updated on: Feb 16, 2023 | 4:16 PM

গোঘাট: দুয়ার ডাক্তার ক্যাম্প (Duare Daktar Camp) চলছে হুগলির গোঘাটে (Goghat)। গোঘাট এক নম্বর বিডিও অফিসের পঞ্চায়েত সমিতি ভবনে চলছে দুয়ারে ডাক্তারের ক্যাম্প। সেখানে চিকিৎসার জন্য আলাদা আলাদা কক্ষ নির্দিষ্ট করা রয়েছে। চেয়ার-টেবিল রয়েছে ক্যাম্পের জন্য। রোগী পরিষেবার জন্য বেডের ব্যবস্থাও রয়েছে। কিন্তু ডাক্তারবাবু কোথায়? দুপুর ২টো পেরিয়ে গেলেও ডাক্তারবাবুর দেখা নেই। সকাল ১০টা থেকে টিকিট নিয়ে অপেক্ষা করছেন রোগীরা। রোগীদের ভিড় রয়েছে। পরিষেবা দিয়ে যাচ্ছেন আশাকর্মী থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা। ডাক্তারবাবুর জন্য অপেক্ষারত রোগীরা বলছেন, দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন তাঁরা। কিন্তু এখনও ডাক পাচ্ছেন না। আবার কেউ বলছেন, একদিন এমন ক্যাম্প হলে হবে না। অন্তত প্রতি মাসে একবার করে এই পরিষেবা পাওয়া গেলে ভাল হয়।

এদিকে কলকাতা থেকে দুয়ারে সরকার ক্যাম্পের জন্য ডাক্তারবাবুদের দেরিতে আসার বিষয়টি মেনে নিচ্ছেন আরামবাগের মহকুমাশাসক সুভাষিনী ই। বললেন, ‘ডাক্তাররা কলকাতা থেকে আসছেন। সেই জন্য দেরি হচ্ছে। আর এটা ক্যাম্পের প্রথম দিন। এরপর থেকে আমরা বিষয়টি নজর রাখব। আর এখন প্রাথমিক স্ক্রিনিং চলছে, তাতেও কিছুটা সময় লাগে। তাই আমরা আগে স্ক্রিনিংটা করে নিচ্ছি, যাতে ডাক্তারবাবুরা এলে রোগীদের দেখতে পারেন। আমরা টাইম ম্যানেজমেন্ট করেও পুরোটা করছি।’

প্রসঙ্গত, কলকাতা মেডিক্যাল কলেজ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল বৃহস্পতিবার হুগলির গোঘাটে গিয়েছে পরিষেবা দেওয়ার জন্য। এর পাশাপাশি এনআরএস হাসপাতালের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল যাচ্ছে নদিয়ায় পরিষেবা দেওয়ার জন্য। এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা আগেই এই জেলায় গিয়ে পরিষেবা দিয়েছেন। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো কলকাতার একের পর এক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এই পরিষেবায় সামিল হয়েছে। কিন্তু হুগলির গোঘাটের যে চিত্র ধরা পড়ল, তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। যদিও মহকুমাশাসকের আশ্বাস, আগামী দিনগুলিতে সব পরিষেবা স্বাভাবিকভাবেই হবে।

এদিকে বিষয়টি নিয়ে কলকাতা মেডিক্যালের এমএসভিপি অঞ্জন অধিকারী জানাচ্ছেন, কলকাতা থেকে ১০টার পর বেরিয়েছেন চিকিৎসকরা। তারপর রাস্তাতেও যানজট ছিল। পুলিশের পাইলটও ছিল না সঙ্গে। চিকিৎসকরা সকাল থেকে কিছু খাননি, তাই তারকেশ্বরে তাঁদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তার উপর বড় গাড়ি এলাকায় ঢুকবে না। তাই আবার ছোট গাড়ি করে পাঠানো হয়েছে। সেই সবের কারণেই দেরি হয়েছে বলে জানাচ্ছেন তিনি।