Hooghly: ঘরে একা পেয়েই মেয়েকে ছোঁয়ার চেষ্টা! বায়োলজির শিক্ষককে কান ধরে ওঠবোস করিয়ে ছাড়লেন মা

Hooghly: গত শনিবার ছাত্রীর মা শিক্ষকের বাড়িতে যান। সেই সময় আরও কয়েকজন অভিভাবক সেখানে ছিলেন। ঘরের মধ্যেই শিক্ষককে কান ধরে ওঠবোস করতে বলা হয় বলে অভিযোগ। সেই ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ঘটনার কথাও ছড়িয়ে পড়ে।

Hooghly: ঘরে একা পেয়েই মেয়েকে ছোঁয়ার চেষ্টা! বায়োলজির শিক্ষককে কান ধরে ওঠবোস করিয়ে ছাড়লেন মা
প্রতীকী ছবিImage Credit source: Meta AI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 20, 2024 | 9:00 AM

হুগলি: ঘরের মধ্যে একা পেয়ে নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানি! গৃহশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল উত্তরপাড়া থানায়। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই গৃহশিক্ষকের কান ধরে ওঠবোস করার ভিডিয়ো। ছাত্রীর পরিবারের দাবি, ছাত্রীকে একা পেয়ে তাকে অশ্লীলভাবে ছোঁয়ার চেষ্টা করেন ওই গৃহশিক্ষক। পরে বাড়ি ফিরে মা-কে সে কথা জানান ওই ছাত্রী। এরপরই গৃহশিক্ষককে রীতিমতো ওঠবোস করানো হয়। ভিডিয়ো ভাইরাল হতেই খোঁজ শুরু করে পুলিশ।

উত্তরপাড়া থানার হিন্দমোটরের বিবি স্ট্রিটের বাসিন্দা ওই ব্যক্তি এলাকায় গৃহশিক্ষক হিসেবে যথেষ্ট পরিচিত। জীবন বিজ্ঞান পড়ান তিনি। অভিযোগকারী ছাত্রী ওই শিক্ষকের বাড়ি গিয়ে পড়ত বেশ কিছুদিন ধরে। জানা গিয়েছে, প্রতিদিন শতাধিক পড়ুয়া তাঁর বাড়িতে যান।

দিন তিনেক আগে বিকাল চারটে নাগাদ হাওড়ার বালির বাসিন্দা ওই একাদশ শ্রেণির ছাত্রীকে তার বাবা পৌঁছে দেন শিক্ষকের বাড়িতে। সেই সময় অন্য পড়ুয়ারা না পৌঁছনোয় শিক্ষকের ঘরে ছাত্রী একাই ছিল। সেই সুযোগে শিক্ষক ছাত্রীর শ্লীলতাহানী করেন বলে অভিযোগ। ছাত্রী বাড়ি ফিরে সে কথা জানান।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

গত শনিবার ছাত্রীর মা শিক্ষকের বাড়িতে যান। সেই সময় আরও কয়েকজন অভিভাবক সেখানে ছিলেন। ঘরের মধ্যেই শিক্ষককে কান ধরে ওঠবোস করতে বলা হয় বলে অভিযোগ। সেই ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ঘটনার কথাও ছড়িয়ে পড়ে।

উত্তরপাড়া থানার পুলিশ ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করে। এরপর নির্যাতিতার বাড়িতে যায় পুলিশ। সোমবার ছাত্রীর মা ওই গৃহশিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন উত্তরপাড়া থানায়। পুলিশ গৃহশিক্ষককে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। মঙ্গলবার ধৃতকে শ্রীরামপুর আদালতে পেশ করা হবে। অভিযুক্ত যদিও এ বিষয়ে কিছু বলতে চাননি। তিনি জানান, যা বলার তাঁর আইনজীবী বলবে।