Hooghly: দাঁড়িয়ে একের পর এক ডাউন ট্রেন, বছরের প্রথম দিনই হাওড়া লাইনে ট্রেন চলাচলে বিপত্তি
Hooghly: ডাউন লাইনে শেওড়াফুলি স্টেশনে বেশ কয়েকটি ট্রেন দাঁড়িয়ে পড়ে।রিভার্স লাইন দিয়ে ধীর গতিতে ট্রেন চালু থাকে। ইতিমধ্যেই রেলের ইঞ্জিনিয়ার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। লাইন মেরামতি চলছে। ফাটল ধরা রেলের পাত বদল করার কাজ শুরু হয়েছে।
হুগলি: রেল লাইনে ফাটল। বছরের প্রথম দিনেই হাওড়া ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচলে বিপত্তি। সকাল সাড়ে সাতটা নাগাদ শেওড়াফুলি স্টেশনের কাছে ছাতুগঞ্জ ময়লাপোতা সংলগ্ন এলাকায় ছ’নম্বর লাইনে পেট্রোলিংয়ের সময় ফাটল দেখতে পান রেল কর্মীরা। ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ডাউন লাইনে শেওড়াফুলি স্টেশনে বেশ কয়েকটি ট্রেন দাঁড়িয়ে পড়ে।রিভার্স লাইন দিয়ে ধীর গতিতে ট্রেন চালু থাকে। ইতিমধ্যেই রেলের ইঞ্জিনিয়ার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। লাইন মেরামতি চলছে। ফাটল ধরা রেলের পাত বদল করার কাজ শুরু হয়েছে। তবে ঘটনার জেরে ওই লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে।
বছরের প্রথম দিনই জেলা মফ্ফস্বল থেকে প্রচুর মানুষ ভিড় জমান কলকাতায়। নিকোপার্ক থেকে ইকোপার্ক, চিড়িয়াখানায় ভিড়। সেক্ষেত্রে জেলার নিতান্ত মধ্যবিত্তের কাছ কলকাতায় আসার প্রধান মাধ্যম ট্রেন। সেক্ষেত্রে বছরের প্রথম দিন সকালেই এই ভাবে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় সমস্যায় যাত্রীরা। সেজেগুজে স্টেশনেই দাঁড়িয়ে থাকতে দেখা যায় বহু মানুষকে।
তবে রেল কর্তৃপক্ষের বক্তব্য, দ্রুত মেরামতির চেষ্টা চলছে। ট্রেন চলাচল তাড়াতাড়িই স্বাভাবিক হয়ে যাবে। আপাতত হাওড়াগামী ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। একাধিক ট্রেন দেরিতে চলছে। এক যাত্রী বলেন, “একটু অসুবিধা তো হচ্ছেই। সকাল সকালেই পরিবার নিয়ে বেরিয়েছিলাম। সমস্যা হল। ফিরতে দেরি হয়ে যাবে। তবে ভাগ্য ভাল রেলকর্মীরাই দেখতে পেয়েছেন। না হলে বড় বিপদ হয়ে যেত।” কেবল মানুষ ঘুরতে আসছেনই না, অনেকেরই অফিস খোলা। তাঁরা অফিস আসছেন। সেক্ষেত্রে তাঁরাও সমস্যায় পড়েছেন।