Hooghly: পবিত্র ইদের দিন, আজ সাদা পরবো না তো কবে পরবো: রচনা
Hooghly: দিলেন ধর্মনিরপেক্ষতার বার্তা। পাশাপাশি সকলে জানালেন ইদের শুভেচ্ছা। এ দিন রচনা বললেন, "আজ পবিত্র ইদের দিন। আজ সাদা পরবো না তো কবে পড়বো?"

হুগলি: পরনে সাদা চুড়িদার। মাথায় ওড়না। ইদের দিন একদম অন্য ‘লুকে’ ধরা দিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। দিলেন ধর্মনিরপেক্ষতার বার্তা। পাশাপাশি সকলে জানালেন ইদের শুভেচ্ছা। এ দিন রচনা বললেন, “আজ পবিত্র ইদের দিন। আজ সাদা পরবো না তো কবে পড়বো?”
পান্ডুয়ার কলবাজার জিটি রোড হয় বহু পুরনো ঐতিহ্যবাহী ইদের নামাজ। সেই উপলক্ষে সোমবার সকাল সাড়ে সাতটায় পান্ডুয়া কলবাজার জি টি রোডে শুরু হয় বহু ঐতিহ্যবাহী ইদের নামাজ। যেখানে পান্ডুয়া সহ পার্শ্ববর্তী এলাকার কয়েক হাজার মানুষ একত্রে বসে নামাজ পাঠ করেন। এ দিন সেখানেই উপস্থিত হন হুগলির তৃণমূল সাংসদ।
রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, “ধর্ম জাতিভেদ নিয়ে রাজনীতির মঞ্চে আসা উচিত নয় বলে মনে করি। আমরা মানুষ। একে অপরকে ভালোবাসি। শ্রদ্ধা করি। দলের নেত্রী সেই কথাই বলে এসেছেন সব সময়। আমরাও সেই মতো চলি। আমরা জানি আমরা পশ্চিমবঙ্গর জন্য কী করছি। আগামী দিনে কী কাজ করব। কে কী করল, কী বলল সেসব নিয়ে ভাবি না, বলিও না।”





