Hooghly: রেমাল-দুর্যোগে ভেঙে পড়ল দোতলা বাড়ি! রক্তাক্ত পরিস্থিতি ভদ্রেশ্বরে
Hooghly: বাড়ির নীচে থাকা তিনটি সাইকেল ও একটি বাইক চাপা পড়ে যায়। পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকেন। তরুণের বাড়িতে ফাটল দেখা দিয়েছে। যদিও পরিত্যক্ত বাড়িটি বেশ পুরনো। খবর পেয়ে সোমবার সকালে যায় ভদ্রেশ্বর পুরসভার কর্মীরা গিয়ে উদ্ধার কাজে হাত লাগায়।
হুগলি: ঘূর্ণিঝড়ের দাপটে রবিবার রাত থেকেই ব্যাপক ঝড়-বৃষ্টি শুরু হয় হুগলিতে। ভদ্রেশ্বর তেলিনিপাড়ার বাবুরবাজারে ৭ নং ফেরিঘাট ষ্ট্রিটের পরিবার নিয়ে বসবাস করেন তরুণ পাড়ুই। রবিবার রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দোতলা বাড়ির একাংশ। সেই সময় পাশের বাড়িতেই ছিলেন তরুণের পরিবার। বাড়ির একাংশ ভেঙে পড়ে তরুণের বাড়িতে। ইটের টুকরো ছিটকে এসে ঘটনায় আহত হয় তরুণের স্ত্রী শুকতারা পারুই। সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
বাড়ির নীচে থাকা তিনটি সাইকেল ও একটি বাইক চাপা পড়ে যায়। পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকেন। তরুণের বাড়িতে ফাটল দেখা দিয়েছে। যদিও পরিত্যক্ত বাড়িটি বেশ পুরনো। খবর পেয়ে সোমবার সকালে যায় ভদ্রেশ্বর পুরসভার কর্মীরা গিয়ে উদ্ধার কাজে হাত লাগায়।
তরুণ পাড়ুই বলেন, “রাতে বাড়িতে ঘুমোচ্ছিলাম সে সময় হঠাৎ একটি বিকট শব্দ শুনে দেখি পাশের বাড়ির একাংশ ভেঙে পড়েছে আমাদের বাড়ির উপর। একাধিকবার জানিয়েও কোনওরকম ব্যবস্থা করেনি। আমার নিজের ঘরেও ফাটল ধরেছে। স্ত্রীর মাথায় আঘাত লেগেছে । আমাদের ক্ষতিপূরণ লাগবে।”