Suvendu Adhikari in Singur: শাহি দরবারে থাকবেন সিঙ্গুরের ‘বঞ্চিত’রা, জমি তৈরি করতে আজই যাচ্ছেন শুভেন্দু
Suvendu Adhikari in Singur: রবিবার থেকেই প্রস্তুতি চরমে। ব্যানারে ছেয়ে গিয়েছে সিঙ্গুর। যাঁরা একদিকে শিল্প থেকে বঞ্চিত হয়েছে আর অন্যদিকে, জমিতে ফসল ফলাতেও ব্যর্থ, তাঁদেরই সভায় টানতে চায় গেরুয়া শিবির।
সিঙ্গুর: আগামী ২৯ নভেম্বর কলকাতার সভা বিজেপির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সভায় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সভার আগে কার্যত গোটা রাজ্যের কর্মীদের প্রস্তুত করছে বিজেপি। আর সেই তালিকায় গুরুত্বের বিচারে ওপরের দিকে জায়গা পেয়েছে সিঙ্গুর। জমি আন্দোলন আর তৃণমূলের সরকার গঠনের পর থেকেই বাংলার রাজনৈতিক মানচিত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সিঙ্গুরকে। বিশেষত ভোটের আগে সব রাজনৈতিক দলই আলাদা করে গুরুত্ব দেয় সিঙ্গুরকে। লোকসভা নির্বাচনের আগে বিজেপি সিঙ্গুরের বঞ্চনা তুলে ধরতে চায়। শাহের সভাতেও এই বিষয়টা গুরুত্ব পাবে বলে জানা যাচ্ছে।
রাজ্যের শাসক দল বারবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছে। তারই মধ্যে সিঙ্গুরের বঞ্চনার কথা সামনে আনতে চায় বিজেপি। সেই কারণেই আজ, সোমবার শুভেন্দুর এই সভা বলে গেরুয়া শিবির সূত্রে খবর। রবিবার থেকেই প্রস্তুতি চরমে। ব্যানারে ছেয়ে গিয়েছে সিঙ্গুর। যাঁরা একদিকে শিল্প থেকে বঞ্চিত হয়েছে আর অন্যদিকে, জমিতে ফসল ফলাতেও ব্যর্থ, তাঁদেরই সভায় টানতে চায় গেরুয়া শিবির।
জানা গিয়েছে, আগামী ২৯ নভেম্বর, বুধবার ধর্মতলায় সভায় উপস্থিত থাকবেন সিঙ্গুরের বাসিন্দারা। তবে শুধু সিঙ্গুর নয়, গোটা রাজ্য থেকেই সাধারণ মানুষকে ধর্মতলামুখী করতে একের পর এক সভা করছেন বিজেপি নেতারা।