Tarakeswar: গঙ্গাসাগরে পুণ্যস্নানের পর তারকেশ্বর মন্দিরে পুজো দিতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু বৃদ্ধার
Tarakeswar: গঙ্গাসাগরে (Gangasagar) পুণ্যস্নান সেরে তারকেশ্বর মন্দিরে (Tarakeswar Temple) পুজো দিতে এসেছিলেন।
তারকেশ্বর: তীর্থযাত্রীদের সঙ্গে গঙ্গাসাগরে (Gangasagar) গিয়েছিলেন বৃদ্ধা। সেখানে ভাল-ভালয় সব কিছু কেটেও গিয়েছিল। তবে কাল হল ফেরার পর। গঙ্গাসাগরে (Gangasagar) পুণ্যস্নান সেরে তারকেশ্বর মন্দিরে (Tarakeswar Temple) পুজো দিতে এসেছিলেন। কিন্তু তারপরই মর্মান্তিক পরিণতি। অস্বাভাবিক মৃত্যু (Unnatural death) হল ওই বৃদ্ধার। নাম গীতা দেবী (৭০)। দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
পরিবার সূত্রে খবর, গীতা দেবীর বাড়ি ঝাড়খন্ডের হাজারিবাগের ইটাখোরি এলাকায়। গত ৬ জানুয়ারি ঝাড়খন্ড থেকে ৫৫ জন তীর্থযাত্রীদের নিয়ে একটি বাস তীর্থভ্রমণে বের হয়।এরপর সোমবার গঙ্গাসাগরে পুণ্যস্নান সেরে তারকেশ্বর মন্দিরে পুজো দিতে আসেন সকলে।
পরিবারের দাবি, এরপর আজ (মঙ্গলবার) সকালে দুধপুকুরে স্নান করার পর অসুস্থ হয়ে পড়েন গীতাদেবী। তড়িঘড়ি তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।তখনই ঘটে মর্মান্তিক ঘটনা।চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরে হাসপাতালে আসে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠায়। মৃতের পরিবারের এক আত্মীয় বলেন, “তারকেশ্বরের দুধপুকুরে স্নানে নেমেছিলেন। আমরা চারজন ছিলাম। ঘাট থেকে নীচে নামতে নামতে আচমকা অজ্ঞান হয়ে পড়ে যান। আমরা বুঝতে পারছিলাম না কী করব। তারপর আমরা ওনাকে জল খায়ানোর চেষ্টা করি। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা মৃত বলে জানান। বাড়ি থেকে ভালোই এসেছিলেন। গঙ্গাসাগরে গিয়েছিলাম আমরা সকলে স্নানের জন্য।”