CPIM in Panchayat Election: তুলতে হবে মনোনয়ন, সিপিএম প্রার্থীর বাড়ি ঘিরে ফেলল দুষ্কৃতীরা, প্রাণনাশের হুমকির অভিযোগ
CPIM in Panchayat Election: মনোনয়ন প্রত্যাহারের জন্য দফায় দফায় হুমকি সিপিএম প্রার্থীকে। সন্ধ্যায় মহিলা সিপিএম প্রার্থীর বাড়ি ঘেরাও। ঘটনাস্থল থেকে দুষ্কৃতীদের ফেলে যাওয়া ৪ টি বাইক আটক করল আরামবাগ থানার পুলিশ। অভিযোগের তীর তৃণমূলের দিকে। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
আরামবাগ: মনোনয়ন প্রত্যাহারের জন্য হুমকি সিপিআইএম (CPIM) প্রার্থীকে। অভিযোগ, দফায় দফায় সিপিএম প্রার্থীর বাড়ি ঘেরাও করে হুমকি দেয় তৃণমূলের (Trinamool Congress) লোকজন। খবর যায় পুলিশ। পুলিশের বুটের আওয়াজ শুনে যে বাইকে চড়ে দুষ্কৃতীরা এসেছিল সেগুলি ফেলে পালিয়ে য়ায়। শেষে চারটি বাইক এলাকা থেকে আটক করে আরামবাগ (Arambagh) পুলিশ। সূত্রের খবর, এলাকার ৯ নম্বর বুথে সিপিএমের হয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন কুহেলি দাস। অভিযোগ, এরপর মনোনয়ন তোলার জন্য নানাভাবে তার উপর চাপ সৃষ্টি করছে শাসকদল। মনোনয়ন তুলে না নিলে তাঁকে একঘরে করে দেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়। প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
বিগত ২ দিন ধরেই তাঁর বাড়িতে লাগাতার হুমকি আসছে বলে অভিযোগ করেছেন তিনি। যদিও মনোনয়ন তুলে নিতে নারাজ কুহেলি দেবী। পাশে রয়েছে তাঁর নিজের দলও। সরবও হয়েছেন স্থানীয় বাম নেতারা। এলাকায় সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল, এমনটাই অভিযোগ তাঁদের। ইতিমধ্যেই নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই সিপিএম প্রার্থী। যদিও এলাকার শাসকদল নেতারা তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই অস্বীকার করেছে।
প্রসঙ্গত, বাম আমলে লালদুর্গ বলেই পরিচিত ছিল হুগলির আরামবাগ। সেখানে এখনও বামেদের সংগঠন বেশ মজবুত। এলাকার বেশিরভাগ পঞ্চায়েতে এবারে প্রার্থীও দেওয়া হয়েছে দলের তরফে। টক্কর যে ভালই হতে চলেছে তা বুঝতে পারছেন এলাকার শাসকদলের নেতারা। এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। যদিও তারমধ্যে মনোনয়ন তুলে নিতে বিরোধী প্রার্থীদের শাসানির খবরে নতুন করে শোরগোল শুরু হয়ে গিয়েছে জেলার রাজনৈতিক মহলে। যদিও আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের সহ-সভাপতি স্বপন নন্দীর দাবি, “সিপিএম নাটক করছে। এই নাটক করে ওরা বাজার গরম করতে চাইছে। আরামবাগের মাটি তৃণমূলের শক্ত ঘাঁটি। আগামীতেও তা থাকবে।”